হোম > সারা দেশ > বরিশাল

ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মহাসড়ক অবরোধ

বরিশাল প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জে একটি প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ওই শিক্ষকের অপসারণের দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া বাজার সংলগ্ন জিএম মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। 

পরে পুলিশ এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে আধঘণ্টা পর শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে যান। যদিও অভিযোগ উঠেছে, বিদ্যালয়ের পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্বে একটি পক্ষ প্রধান শিক্ষককে ফাঁসাতে চাচ্ছে।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক ইদ্রিস আলী অষ্টম শ্রেণির এক ছাত্রীকে গত কয়েক মাসের মধ্যে বিভিন্ন সময়ে শ্লীলতাহানি করেছে। বুধবার বিষয়টি জানাজানি হয়। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার দুপুরে স্কুল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। একপর্যায়ে তারা বিদ্যালয় সংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ওপর অবস্থান নিলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) সুদিপ্ত সরকার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকমল হোসেন ঘটনাস্থলে গিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। আধঘণ্টা পর শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে গেলে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়। 

এ বিষয়ে প্রধান শিক্ষক ইদ্রিস আলী মোবাইলে করা হলে তা বন্ধ পাওয়া যায়।

এদিকে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আশুতোষ ব্রম্ম প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় একটি পক্ষ পরিচালনা কমিটির সভাপতি হতে না পেরে প্রধান শিক্ষককে অপসারণের জন্য পরিকল্পিত একটি ঘটনা সাজিয়েছে।

এ ব্যাপারে বরিশাল জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদিপ্ত সরকার বলেন, ওই ছাত্রী বুধবার রাতে বাকেরগঞ্জ থানায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশালমিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল