হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল সিটি নির্বাচন: কাউন্সিলর প্রার্থী হচ্ছেন জামায়াতের ৪ নেতা 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে জামায়াতে ইসলামীর চারজন নেতা কাউন্সিলর প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে একজন সাবেক কাউন্সিলরও রয়েছেন। জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছেন বলে আজ বৃহস্পতিবার জানিয়েছেন প্রার্থীরা। 

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, প্রার্থী হওয়া জামায়াত নেতারা হলেন নগরের ১৪ নম্বর ওয়ার্ড থেকে মহানগর শাখার আইনবিষয়ক সম্পাদক সালাউদ্দিন মাসুম, ২৩ নম্বর ওয়ার্ডে মহানগরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিজানুর রহমান, ২৭ নম্বর ওয়ার্ডে মনির হোসেন তালুকদার এবং ২৯ নম্বর ওয়ার্ডে মীর মাহবুব হোসেন। 
চারজনের মধ্যে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৯ নম্বর ওয়ার্ডের মাহবুবুর রহমান। তিনি আজকের পত্রিকাকে বলেন, সমাজ পরিবর্তনের একমাত্র হাতিয়ার হচ্ছে নির্বাচন। এ বিশ্বাস থেকেই তিনি কাউন্সিলর প্রার্থী হয়েছেন। 

এবারও ২৩ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হওয়া মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিজানুর রহমান বলেন, দলের প্রান্তিক নেতা-কর্মীদের রাজনীতিতে সক্রিয় রাখার কৌশল হিসেবে কাউন্সিলর প্রার্থী হয়েছেন তাঁরা। সালাউদ্দিন মাসুম এর আগে ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। 

এ ব্যাপারে বরিশাল মহানগর জামায়াতের আমির জহির উদ্দিন মোহাম্মদ বাবর আজকের পত্রিকাকে বলেন, কাউন্সিলর প্রার্থী হতে দলের বিধিনিষেধ নেই, আবার দল থেকে কাউকে উৎসাহিতও করা হয়নি।

শরীয়তপুরে সাবেক উপমন্ত্রী শামীমের ফুফাতো ভাই অস্ত্রসহ গ্রেপ্তার

বরিশালে গভীর রাতে ট্রাকচাপায় ২ যুবক নিহত

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযান: চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’