হোম > সারা দেশ > পটুয়াখালী

বসন্ত ও ভালোবাসার ছোঁয়া কুয়াকাটা সমুদ্রসৈকতে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

বসন্তবরণ আর বিশ্ব ভালোবাসা দিবসের ছোঁয়া লেগেছে সাগরকন্যা খ্যাত পর্যটনকেন্দ্র কুয়াকাটা সৈকতে। দিবসটি উদ্‌যাপনে ভিড় জমিয়েছে হাজারো পর্যটক। 

আজ মঙ্গলবার সৈকতে গিয়ে দেখা গেছে, বসন্তের হিমেল হাওয়া পর্যটকদের আনন্দ-উন্মাদনায় পুরো সৈকতে বিরাজ করছে এক উৎসবমুখর পরিবেশ। সমুদ্রের ঢেউয়ে সাঁতার কাটাসহ সৈকতে দাঁড়িয়ে প্রিয়জনের সঙ্গে সেলফি তুলে দিনটি উপভোগ করছেন আগত পর্যটকেরা। অনেকে আবার ঘুরছেন ঘোড়ায় কিংবা ওয়াটার বাইকে। 

এদিকে কুয়াকাটার অন্যান্য পর্যটন স্পটেও রয়েছে পর্যটকদের উপস্থিতি। এদিন বাহারি রঙের ফুলের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। তাই আগত পর্যটকদের প্রত্যেকে বিভিন্ন রংবেরঙের ফুলে সজ্জিত হতে দেখা গেছে। পর্যটকদের নিরাপদ ভ্রমণে ট্যুরিস্ট পুলিশ, থানার পুলিশ ও নৌ-পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা।

সকাল থেকেই লেম্বুরবন, শুঁটকিপল্লি, ঝাউবন, ইলিশ পার্ক, লাল কাঁকড়া, মিশ্রিপাড়া মন্দিরসহ দর্শনীয় স্পটগুলো পর্যটকদের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে। আর এই পর্যটকদের মধ্যে বেশির ভাগই ছিল নবদম্পতি। 

লালমনিরহাট থেকে আসা নবদম্পতি পায়েল-আবির আজকের পত্রিকাকে বলেন, ‘বিয়ে হয়েছে দেড় মাস, তাই হানিমুনের উদ্দেশে এখানে এসেছি। দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখেছি, অনেক আনন্দ হয়েছে।’ 

ঢাকা থেকে আসা মুনমুন আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবারের সঙ্গে ভালোবাসা দিবস ও বসন্ত উদ্‌যাপন করতে এসেছি। পর্যটকদের উপস্থিতিতে বেশ ভালো সময় কাটাচ্ছি।’

কুয়াকাটা পায়রা হোটেলের স্বত্বাধিকারী রেজাউল করিম আজকের পত্রিকাকে জানান, মঙ্গলবার সকাল থেকেই উল্লেখযোগ্য পর্যটকদের উপস্থিতিতে বেচাবিক্রি ভালো হচ্ছে। 

কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ আজকের পত্রিকাকে বলেন, ‘সপ্তাহের মঙ্গলবার আসলে তেমন পর্যটক থাকে না। তবে বিগত দিনের তুলনায় আজ পর্যটক অনেক বেশি। আমাদের কিছু হোটেল বুকিং রয়েছে। বসন্ত ও ভালোবাসা দিবস উপলক্ষেই পর্যটকেরা কুয়াকাটায় ছুটে এসেছেন।’ 

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ আজকের পত্রিকাকে বলেন, ‘বসন্তবরণ উপলক্ষে কুয়াকাটায় ব্যাপক পর্যটকের সমাগম রয়েছে। আমরা পর্যটকদের নিরাপত্তা দিতে বিভিন্ন স্পটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। এ ছাড়া মাঠে আমাদের টহল টিম রয়েছে।’ 

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার