হোম > সারা দেশ > পটুয়াখালী

৪১ হাজার টন কয়লা নিয়ে পায়রায় ভিড়ল জাহাজ ‘মেসিনিয়ান স্পায়ার’ 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরে কয়লা নিয়ে ইনার অ্যাঙ্কোরেজে ভিড়েছে ‘মেসিনিয়ান স্পায়ার’ নামের একটি জাহাজ। আজ সোমবার বিকেলে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের ৪০ হাজার ৯৫০ টন কয়লা নিয়ে বাহামসের পতাকাবাহী এই জাহাজটি বন্দরের ইনার অ্যাঙ্কোরেজে এসে পৌঁছায়।

আগামীকাল মঙ্গলবার থেকে কয়লা খালাস কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ১০ দশমিক ২০ মিটার গভীরতার এই জাহাজটির দৈর্ঘ্য ১৯০ মিটার এবং প্রস্থ ৩২ মিটার। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা বন্দরের পাইলট গোলাম রাব্বানি।

পায়রা বন্দর সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে জাহাজটি ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে পায়রা বন্দরের উদ্দেশে কয়লা নিয়ে যাত্রা শুরু করে। এটি আজ সোমবার বিকেলে বন্দরের আউটার থেকে ইনার অ্যাঙ্কোরেজে নিয়ে আসেন পায়রা বন্দরের পাইলট আলী ইয়াকুব আলম। বাংলাদেশে এই প্রথম ৪০ হাজার ৯৫০ টন মাল নিয়ে কোনো জাহাজ ইনার অ্যাঙ্কোরেজে ভিড়ল।

পায়রা বন্দরের মিডিয়া উইংস ও ট্রাফিক বিভাগের উপপরিচালক আজিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলাদেশের যেকোনো বন্দরের থেকে আমাদের বন্দরের গভীরতা এখন বেশি। কারণ, দেশের ইতিহাসে বন্দরের ইনার /////////অ্যাঙ্কোরেজে ৪০ হাজার ৯৫০ টন মাল নিয়ে কোনো জাহাজ ঢুকতে পারেনি। আজ বন্দরের ইনারে বাহামস এর///////// পতাকাবাহী এ জাহাজটি ভিড়েছে। আগামীকাল থেকেই এটির মাল খালাস কার্যক্রম শুরু হবে। এ সপ্তাহে ৬০ হাজার টনের আরও একটি বড় জাহাজ পায়রা বন্দরে আসার কথা রয়েছে।’

বিড়ি খাওয়া নিয়ে বক্তব্যে জামায়াতের ২ কোটি ভোট বেড়েছে: ড. ফয়জুল হক

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক