হোম > সারা দেশ > পটুয়াখালী

৪১ হাজার টন কয়লা নিয়ে পায়রায় ভিড়ল জাহাজ ‘মেসিনিয়ান স্পায়ার’ 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরে কয়লা নিয়ে ইনার অ্যাঙ্কোরেজে ভিড়েছে ‘মেসিনিয়ান স্পায়ার’ নামের একটি জাহাজ। আজ সোমবার বিকেলে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের ৪০ হাজার ৯৫০ টন কয়লা নিয়ে বাহামসের পতাকাবাহী এই জাহাজটি বন্দরের ইনার অ্যাঙ্কোরেজে এসে পৌঁছায়।

আগামীকাল মঙ্গলবার থেকে কয়লা খালাস কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ১০ দশমিক ২০ মিটার গভীরতার এই জাহাজটির দৈর্ঘ্য ১৯০ মিটার এবং প্রস্থ ৩২ মিটার। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা বন্দরের পাইলট গোলাম রাব্বানি।

পায়রা বন্দর সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে জাহাজটি ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে পায়রা বন্দরের উদ্দেশে কয়লা নিয়ে যাত্রা শুরু করে। এটি আজ সোমবার বিকেলে বন্দরের আউটার থেকে ইনার অ্যাঙ্কোরেজে নিয়ে আসেন পায়রা বন্দরের পাইলট আলী ইয়াকুব আলম। বাংলাদেশে এই প্রথম ৪০ হাজার ৯৫০ টন মাল নিয়ে কোনো জাহাজ ইনার অ্যাঙ্কোরেজে ভিড়ল।

পায়রা বন্দরের মিডিয়া উইংস ও ট্রাফিক বিভাগের উপপরিচালক আজিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলাদেশের যেকোনো বন্দরের থেকে আমাদের বন্দরের গভীরতা এখন বেশি। কারণ, দেশের ইতিহাসে বন্দরের ইনার /////////অ্যাঙ্কোরেজে ৪০ হাজার ৯৫০ টন মাল নিয়ে কোনো জাহাজ ঢুকতে পারেনি। আজ বন্দরের ইনারে বাহামস এর///////// পতাকাবাহী এ জাহাজটি ভিড়েছে। আগামীকাল থেকেই এটির মাল খালাস কার্যক্রম শুরু হবে। এ সপ্তাহে ৬০ হাজার টনের আরও একটি বড় জাহাজ পায়রা বন্দরে আসার কথা রয়েছে।’

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম