হোম > সারা দেশ > বরিশাল

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১০

গৌরনদী প্রতিনিধি 

ঢাকা-বরিশাল মহাসড়কে গৌরনদী উপজেলায় আজ বুধবার দুপুরে এনা পরিবহনের একটি বাস গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-বরিশাল মহাসড়কে গৌরনদী উপজেলায় এনা পরিবহনের একটি বাস গোল্ডেন লাইন পরিবহনকে পাশ কাটাতে (ওভারটেকিং) গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সদস্যরা জানান, আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা এনা পরিবহনের বাসটি গৌরনদী উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোর ও বামরাইলের মধ্যবর্তী স্থানে পৌঁছালে গোল্ডেন লাইন পরিবহনকে বেপরোয়া গতিতে ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা গৌরনদী ফায়ার সার্ভিসে খবর দেন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা মিলে আহত ব্যক্তিদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। গুরুতর আহত দুজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। পরে খাদে পড়া বাসটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

তরমুজ ‘বিপ্লবে’ সারসংকট

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে মুলা পাঠালেন ইসলামী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা

বরিশালে যুবকের লাশ হাসপাতালে রেখে পলায়ন, শরীরে পোড়া দাগ, গ্রেপ্তার ৩

বরিশাল সিটি করপোরেশন: চাকরি স্থায়ীকরণের দাবিতে নগর ভবনে বিক্ষোভ, কর্মবিরতির ঘোষণা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন ১৪ ফেব্রুয়ারি

নির্বাচন নিয়ে টালবাহানা করলে মানুষ উৎখাত করবে: চরমোনাই পীর

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে র‍্যাগিং, তদন্তে ৪ সদস্যের কমিটি

বাউফলে অজ্ঞাত রোগে ৬ মহিষের মৃত্যু

সমতল জমিতে কমলা চাষে সফল দশমিনার আনিছুর

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ