হোম > সারা দেশ > বরিশাল

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১০

গৌরনদী প্রতিনিধি 

ঢাকা-বরিশাল মহাসড়কে গৌরনদী উপজেলায় আজ বুধবার দুপুরে এনা পরিবহনের একটি বাস গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-বরিশাল মহাসড়কে গৌরনদী উপজেলায় এনা পরিবহনের একটি বাস গোল্ডেন লাইন পরিবহনকে পাশ কাটাতে (ওভারটেকিং) গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সদস্যরা জানান, আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা এনা পরিবহনের বাসটি গৌরনদী উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোর ও বামরাইলের মধ্যবর্তী স্থানে পৌঁছালে গোল্ডেন লাইন পরিবহনকে বেপরোয়া গতিতে ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা গৌরনদী ফায়ার সার্ভিসে খবর দেন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা মিলে আহত ব্যক্তিদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। গুরুতর আহত দুজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। পরে খাদে পড়া বাসটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম