হোম > সারা দেশ > বরিশাল

৫ দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সড়ক দুর্ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্র ইসমাইল ইমনের নিহতের প্রতিবাদে আজ মঙ্গলবার সন্ধ্যায় ক্যাম্পাসের সামনে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পাঁচ দফা দাবিতে তাঁরা বিক্ষোভ করছে তাঁরা। এতে বরিশাল-কুয়াকাটা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ইমন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী।

গত শনিবার রাতে ইমন ঢাকা থেকে বরিশালে যাচ্ছিলেন। এ সময় ফরিদপুরের ভাঙ্গায় মাধবপুরে আসার পর সাকুরা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে আহত হন ইমন। পরে তাঁকে উদ্ধার করে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হলে তাঁকে রাজধানীর কল্যাণপুরে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি করা হয়। গতকাল বেলা ১২টার দিকে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ইমনের মৃত্যু ঘটে।

ববি শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় সহপাঠী ইমনের মৃত্যুর প্রতিবাদে পরিবহন বাস সাকুরা কর্তৃপক্ষের বিচার দাবিতে মানববন্ধন শুরু করে তাঁরা। পরে তা বিক্ষোভে পরিণত লাভ করে। এ সময় বরিশাল-কুয়াকাটা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ নিয়ন্ত্রণের চেষ্টা করে।

সড়ক অবরোধে অংশ নেওয়া ববি ছাত্র রাজু মোল্লা বলেন, ‘৫ দফা দাবি আদায়ের জন্য বিক্ষোভ করেছি। এগুলোর উল্লেখযোগ্য হচ্ছে সাকুরা বাস কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ প্রদান, চিকিৎসায় গাফিলতির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা, সাকুরা বাসের রুট পারমিট বাতিল, সব বাস পরিবহনকে অতিরিক্ত গতির জন্য জরিমানা প্রদানের ব্যবস্থা এবং স্পিড নিয়ন্ত্রণের ব্যবস্থা কার্যকর করা।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. খোরশেদ আলম সাংবাদিকদের বলেন, ‘সাকুরা পরিবহনের লোক আসছে। প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মিলে এর সুষ্ঠু সমাধান করা হবে।’

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম