হোম > সারা দেশ > বরিশাল

৫ দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সড়ক দুর্ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্র ইসমাইল ইমনের নিহতের প্রতিবাদে আজ মঙ্গলবার সন্ধ্যায় ক্যাম্পাসের সামনে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পাঁচ দফা দাবিতে তাঁরা বিক্ষোভ করছে তাঁরা। এতে বরিশাল-কুয়াকাটা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ইমন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী।

গত শনিবার রাতে ইমন ঢাকা থেকে বরিশালে যাচ্ছিলেন। এ সময় ফরিদপুরের ভাঙ্গায় মাধবপুরে আসার পর সাকুরা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে আহত হন ইমন। পরে তাঁকে উদ্ধার করে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হলে তাঁকে রাজধানীর কল্যাণপুরে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি করা হয়। গতকাল বেলা ১২টার দিকে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ইমনের মৃত্যু ঘটে।

ববি শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় সহপাঠী ইমনের মৃত্যুর প্রতিবাদে পরিবহন বাস সাকুরা কর্তৃপক্ষের বিচার দাবিতে মানববন্ধন শুরু করে তাঁরা। পরে তা বিক্ষোভে পরিণত লাভ করে। এ সময় বরিশাল-কুয়াকাটা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ নিয়ন্ত্রণের চেষ্টা করে।

সড়ক অবরোধে অংশ নেওয়া ববি ছাত্র রাজু মোল্লা বলেন, ‘৫ দফা দাবি আদায়ের জন্য বিক্ষোভ করেছি। এগুলোর উল্লেখযোগ্য হচ্ছে সাকুরা বাস কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ প্রদান, চিকিৎসায় গাফিলতির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা, সাকুরা বাসের রুট পারমিট বাতিল, সব বাস পরিবহনকে অতিরিক্ত গতির জন্য জরিমানা প্রদানের ব্যবস্থা এবং স্পিড নিয়ন্ত্রণের ব্যবস্থা কার্যকর করা।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. খোরশেদ আলম সাংবাদিকদের বলেন, ‘সাকুরা পরিবহনের লোক আসছে। প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মিলে এর সুষ্ঠু সমাধান করা হবে।’

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি

বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা

২৫ ঘণ্টায় ২২ লাখ টাকা পেলেন ব্যারিস্টার ফুয়াদ

দুমকীতে পাগলা কুকুরের কামড়ে আহত ৩০

নির্বাচনে আর্থিক সহযোগিতা চেয়ে ব্যারিস্টার ফুয়াদের ভিডিও পোস্ট

শৈশবে মা-বাবা হারানো ববি ছাত্রের মৃত্যু `অপবাদে'

ভোলায় স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা: মামলার আসামি কারাগারে

বরিশাল-১, ৪ ও ৫: জটিল হচ্ছে বরিশালের তিনটি আসনের হিসাব