হোম > সারা দেশ > বরিশাল

সড়কে যানবাহন কম থাকলেও বেড়েছে মানুষের চলাচল

প্রতিনিধি, বাবুগঞ্জ (বরিশাল)

করোনা সংক্রমণ রোধে দেশে চলছে লকডাউন। লকডাউনের চতুর্থ দিনে বরিশালের বাবুগঞ্জে যানবাহন কম থাকলেও মানুষের চলাচল বেড়েছে। ব্যাংকসহ জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করেছে। ফলে গত তিন দিনের তুলনায় আজ সোমবার রাস্তায় মানুষের চলাচল বেশি। তবে গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে মানুষ।

গতকাল রোববার সকাল থেকেই সড়কগুলোতে পণ্যবাহী ট্রাক ও জরুরি সেবার গাড়ি চলাচল করতে দেখা গেছে। বিনা প্রয়োজনে কেউ রাস্তায় বের হচ্ছে কি না, বিষয়টির তদারক করছে পুলিশ। সড়কের মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। তবে এত কড়াকড়ির মধ্যেও অনেকেই পুলিশের চোখ ফাঁকি দিয়ে রাস্তায় বের হয়েছে।

রাস্তায় ঘুরে বেড়ানো এক তরুণ বলেন, ‘কলেজ বন্ধ, বাসায় বসে থাকতে ভালো লাগে না। তাই একটু বাইরে এসেছি। লকডাউন কেমন হচ্ছে, সেটাও দেখছি।’ 

উপজেলার কলেজগেট এলাকায় সুমন নামের এক ব্যক্তি বলেন, ‘লাইব্রেরি থেকে এসএসসির অ্যাসাইনমেন্ট নিতে হবে। তাই বাইরে এসেছি।’

উপজেলার নতুনহাট এলাকার চেকপোস্টের দায়িত্বে থাকা বাবুগঞ্জ থানার এসআই মো. আজাদ বলেন, ‘গত তিন দিনের তুলনায় স্বাভাবিকভাবেই আজ মানুষের চলাচল কিছুটা বেড়েছে। যেহেতু ব্যাংকসহ কিছু প্রতিষ্ঠান খুলেছে। বাইরে আসার অনেক কারণ থাকতে পারে বলে আমরা এটা মানছি। কিন্তু সেই কারণটা যথাযথ ও বিশ্বাসযোগ্য হলে তাঁদের যেতে দিচ্ছি। ব্যাংকের কর্মকর্তা, চিকিৎসকসহ জরুরি সেবার সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের যেতে দিচ্ছি। যাঁরা অকারণে বাইরে এসে ঘোরাফেরা করছেন, তাঁদের জরিমানা করছি।’

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ