হোম > সারা দেশ > পটুয়াখালী

বৈরী আবহাওয়ার বঙ্গোপসাগরে ট্রলার ডুবি নিখোঁজ ১

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে আবু তালেব মোল্লার মালিকানাধীন মাছ ধরার একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার গভীর রাতে উপকূল থেকে অন্তত ২০০ কিলোমিটার গভীর সাগরের এ ঘটনায় ৭ জেলের মধ্যে ৬ জনকে উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর পর্যন্ত নিখোঁজ জেলে বাপ্পারাজ মোল্লার খোঁজ পাওয়া যায়নি। 

ঘটনায় বাপ্পারাজ মোল্লা (২৬) নামের এক জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ বাপ্পারাজ মোল্লা পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ১২ নম্বর ডিগ্রি গ্রামের ছত্তার মোল্লার ছেলে।

ট্রলার মালিক আবু তালেব মোল্লা জানান, তাঁরা কয়েক দিন আগে বড়বাইশদিয়া ইউনিয়নের টুঙ্গিবাড়িয়া ঘাট থেকে ৭ জন জেলে নিয়ে দক্ষিণ বঙ্গোপসাগরে ইলিশ ধরতে যান। ঘটনার সময়ে তারা ফিরে আসছিলেন। ৭ / ৮ বয়ার কাছে আসতেই তাঁর ট্রলারটি হঠাৎ ঝড়ের কবলে পড়ে। এ সময় প্রচণ্ড ঢেউয়ে তাঁর ট্রলারটি ডুবে যায়। ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা অপর একটি ট্রলারের লোকজন তাঁদের ৬ জনকে উদ্ধার করে।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার মো. মাশফাকুর রহমান বলেন, নিখোঁজ জেলে বাপ্পারাজকে উদ্ধারের চেষ্টা চলছে। সাগর উত্তাল থাকায় সকল ধরনের নৌ-যান চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। গভীর সমুদ্রে মাছ শিকারে যাওয়া ট্রলারগুলোকে স্ব স্ব ঘাটে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা