হোম > সারা দেশ > পটুয়াখালী

বৈরী আবহাওয়ার বঙ্গোপসাগরে ট্রলার ডুবি নিখোঁজ ১

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে আবু তালেব মোল্লার মালিকানাধীন মাছ ধরার একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার গভীর রাতে উপকূল থেকে অন্তত ২০০ কিলোমিটার গভীর সাগরের এ ঘটনায় ৭ জেলের মধ্যে ৬ জনকে উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর পর্যন্ত নিখোঁজ জেলে বাপ্পারাজ মোল্লার খোঁজ পাওয়া যায়নি। 

ঘটনায় বাপ্পারাজ মোল্লা (২৬) নামের এক জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ বাপ্পারাজ মোল্লা পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ১২ নম্বর ডিগ্রি গ্রামের ছত্তার মোল্লার ছেলে।

ট্রলার মালিক আবু তালেব মোল্লা জানান, তাঁরা কয়েক দিন আগে বড়বাইশদিয়া ইউনিয়নের টুঙ্গিবাড়িয়া ঘাট থেকে ৭ জন জেলে নিয়ে দক্ষিণ বঙ্গোপসাগরে ইলিশ ধরতে যান। ঘটনার সময়ে তারা ফিরে আসছিলেন। ৭ / ৮ বয়ার কাছে আসতেই তাঁর ট্রলারটি হঠাৎ ঝড়ের কবলে পড়ে। এ সময় প্রচণ্ড ঢেউয়ে তাঁর ট্রলারটি ডুবে যায়। ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা অপর একটি ট্রলারের লোকজন তাঁদের ৬ জনকে উদ্ধার করে।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার মো. মাশফাকুর রহমান বলেন, নিখোঁজ জেলে বাপ্পারাজকে উদ্ধারের চেষ্টা চলছে। সাগর উত্তাল থাকায় সকল ধরনের নৌ-যান চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। গভীর সমুদ্রে মাছ শিকারে যাওয়া ট্রলারগুলোকে স্ব স্ব ঘাটে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম