হোম > সারা দেশ > পটুয়াখালী

বৈরী আবহাওয়ার বঙ্গোপসাগরে ট্রলার ডুবি নিখোঁজ ১

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে আবু তালেব মোল্লার মালিকানাধীন মাছ ধরার একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার গভীর রাতে উপকূল থেকে অন্তত ২০০ কিলোমিটার গভীর সাগরের এ ঘটনায় ৭ জেলের মধ্যে ৬ জনকে উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর পর্যন্ত নিখোঁজ জেলে বাপ্পারাজ মোল্লার খোঁজ পাওয়া যায়নি। 

ঘটনায় বাপ্পারাজ মোল্লা (২৬) নামের এক জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ বাপ্পারাজ মোল্লা পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ১২ নম্বর ডিগ্রি গ্রামের ছত্তার মোল্লার ছেলে।

ট্রলার মালিক আবু তালেব মোল্লা জানান, তাঁরা কয়েক দিন আগে বড়বাইশদিয়া ইউনিয়নের টুঙ্গিবাড়িয়া ঘাট থেকে ৭ জন জেলে নিয়ে দক্ষিণ বঙ্গোপসাগরে ইলিশ ধরতে যান। ঘটনার সময়ে তারা ফিরে আসছিলেন। ৭ / ৮ বয়ার কাছে আসতেই তাঁর ট্রলারটি হঠাৎ ঝড়ের কবলে পড়ে। এ সময় প্রচণ্ড ঢেউয়ে তাঁর ট্রলারটি ডুবে যায়। ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা অপর একটি ট্রলারের লোকজন তাঁদের ৬ জনকে উদ্ধার করে।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার মো. মাশফাকুর রহমান বলেন, নিখোঁজ জেলে বাপ্পারাজকে উদ্ধারের চেষ্টা চলছে। সাগর উত্তাল থাকায় সকল ধরনের নৌ-যান চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। গভীর সমুদ্রে মাছ শিকারে যাওয়া ট্রলারগুলোকে স্ব স্ব ঘাটে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে।

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

মা-মেয়ে খুন: প্রথমবার শ্বশুরবাড়িতে গৃহকর্মী আয়েশা, ফিরলেন গ্রেপ্তার হয়ে

শখের হাঁসটি ধরে নিয়ে গেলেন এনজিও কর্মীরা

৮ দফা দাবিতে রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা শিক্ষার্থীদের