হোম > সারা দেশ > বরিশাল

১০ লাখ টাকা চাঁদার দাবিতে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ

গৌরনদী প্রতিনিধি 

আতাহার মাতুব্বর। ছবি: আজকের পত্রিকা

বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নে আতাহার মাতুব্বর নামে এক ইউপি সদস্যকে কয়েকজন চাঁদাবাজ মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। আতাহার দাবি করেন, স্থানীয় বখাটে ওসমান হাওলাদার তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা চেয়েছেন। বাধ্য হয়ে তাঁকে আড়াই লাখ টাকা দিলেও সন্তুষ্ট হননি তিনি। বাকি টাকার জন্য কয়েকজন মিলে তাঁকে মারধর করেছেন। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার সকালে সাহেবের চর বাজারে নিজের দোকানে বসে ছিলেন আতাহার। এ সময় তাঁকে দোকান থেকে ডেকে নিয়ে যান স্থানীয় যুবদল কর্মী ওসমান হাওলাদার। পরে সাহেবের চর বাজারের এক ভাতের হোটেলে আটকে রেখে চাঁদার দাবিতে তাঁকে মারধর করা হয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মনে ক্ষোভ জন্মেছে। স্থানীয়রা জানিয়েছেন, একজন জনপ্রতিনিধির ওপর এমন হামলা খুবই দুঃখজনক। তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সরিকল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আতাহার মাতুব্বর বলেন, ‘কয়েক মাস ধরে ওসমান হাওলাদার ও তাঁর সহযোগীরা আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা চেয়ে আসছিল। বিভিন্ন সময় চাঁদার জন্য প্রাণনাশের হুমকি দিচ্ছে তারা। নিরুপায় হয়ে আমি এপ্রিল মাসে তাদের আড়াই লাখ টাকা দিয়েছি। কিন্তু এরপরও তারা বাকি টাকার জন্য চাপ দিতে থাকে। আজ সকাল ৮টার দিকে সাহেবের চর বাজারে নিজের দোকানে বসেছিলাম। সেখান থেকে আমাকে ওসমান হাওলাদার ডেকে নিয়ে সাহেবের চর বাজারের এক ভাতের হোটেলে আটকে রেখে বাকি টাকা দিতে বলে। আমি টাকা দিতে রাজি না হওয়ায় রাকিব রাঢ়ী, রাসেল রাঢ়ী, টিপু রাঢ়ী, আবু বকর ও সাগরসহ পাঁচ-সাতজন আমাকে মারতে শুরু করে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।’ তিনি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে স্থানীয় যুবদল কর্মী ওসমান হাওলাদার বলেন, ‘আমি তার কাছে কোনো চাঁদা চাই নাই। সে এখন চাঁদাবাজির মিথ্যা অভিযোগ তুলে রাজনৈতিক ও সামাজিকভাবে আমাকে হেয় করতে চাইছে। আমার পরিবারের সম্মানহানি করতে চাইছে।’

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘ইউপি সদস্যের লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে অভিযোগের কোনো সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর