হোম > সারা দেশ > বরিশাল

সরকারকে বিদায় করতে না পারলে দেশে গণতন্ত্র ফিরবে না: ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বর্তমান সরকারকে বিদায় করতে না পারলে দেশে গণতন্ত্র ফিরে আসবে না মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার জন্য ১/১১ সরকারের সঙ্গে আঁতাত করে দেশ ছেড়ে পালিয়ে যাননি। সেদিন কারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল, আবার আঁতাত করে দেশে ফিরে ক্ষমতা দখল করেছিল, দেশবাসীর তা জানা আছে। এই সরকারকে বিদায় করতে না পারলে জনগণ ভোটাধিকার ফিরে পাবেন না। 

আজ শনিবার বিকেলে বরিশাল প্রেসক্লাবে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটভুক্ত বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বিএনপি নেতা ডা. জাহিদ আরও বলেন, সরকার আগামী প্রজন্মের শিক্ষার্থীদের কাছ থেকে দেশের ইতিহাসকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পাঠ্যপুস্তকে নিত্যনতুন বিভ্রান্তিমূলক তথ্য আনার চেষ্টা করছে। দেশ স্বাধীন হওয়ার পরে তারা দেশের সব পত্রিকা বন্ধ করে একদলীয় শাসন কায়েম করেছিল। 

বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির মহাসচিব আরিফুর রহমান তুহিন সভায় সভাপতিত্ব করেন। সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া। 

বক্তব্য দেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান ফারুক, সদস্যসচিব মীর জাহিদুল কবির জাহিদ প্রমুখ।

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ