নিজস্ব প্রতিবেদক, বরিশাল
মা ইলিশ নিধনের দায়ে বরিশাল বিভাগের ছয় জেলায় ২১ জেলেকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসব জেলেরা বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পেয়েছেন।
কারাদণ্ডাদেশ পাওয়া জেলেদের মধ্যে বরিশাল জেলার ১৪ জন রয়েছেন। আজ বুধবার বিভাগীয় মৎস্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানা গেছে।
বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক নৃপেন্দ্রনাথ বিশ্বাস জানান, গতকাল মঙ্গলবার বরিশাল বিভাগে অভিযান হয়েছে ১১৭টি। এতে ৪২৬ টন ইলিশ ও ১ লাখ ৮৭৭ মিটার জাল উদ্ধার হয়েছে।
১১৭টি অভিযানের ঘটনায় ২০টি মামলা হয়েছে বলে জানান নৃপেন্দ্রনাথ বিশ্বাস।