হোম > সারা দেশ > বরিশাল

আগৈলঝাড়ায় মাথায় গাছের ডাল পড়ে বৃদ্ধের মৃত্যু 

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় মাথায় গাছের ডাল পড়ে হায়দার ফকির (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে বাকাল ইউনিয়নের বাকাল গ্রামে এই ঘটনা ঘটে। মৃত বৃদ্ধ ওই গ্রামের বাসিন্দা। 

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, আজ দুপুরে বাকাল গ্রামের কালাম ফকিরের কয়েকটি গাছ কেনেন ব্যবসায়ী মনির মোল্লা। তিনি একজন শ্রমিক নিয়ে গাছ কাটছিলেন। এ সময় একই এলাকার হায়দার ফকির ওই গাছের লাকড়ি কেনার জন্য গাছের কাছে যায়। এ সময় গাছের একটি ডাল হায়দার ফকিরের ওপর ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক গোলাম মোর্শেদ সজিব বলেন, হায়দার ফকির মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই মারা যান তিনি। 

পরিদর্শক মাজহারুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম