হোম > সারা দেশ > বরিশাল

আগৈলঝাড়ায় মাথায় গাছের ডাল পড়ে বৃদ্ধের মৃত্যু 

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় মাথায় গাছের ডাল পড়ে হায়দার ফকির (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে বাকাল ইউনিয়নের বাকাল গ্রামে এই ঘটনা ঘটে। মৃত বৃদ্ধ ওই গ্রামের বাসিন্দা। 

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, আজ দুপুরে বাকাল গ্রামের কালাম ফকিরের কয়েকটি গাছ কেনেন ব্যবসায়ী মনির মোল্লা। তিনি একজন শ্রমিক নিয়ে গাছ কাটছিলেন। এ সময় একই এলাকার হায়দার ফকির ওই গাছের লাকড়ি কেনার জন্য গাছের কাছে যায়। এ সময় গাছের একটি ডাল হায়দার ফকিরের ওপর ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক গোলাম মোর্শেদ সজিব বলেন, হায়দার ফকির মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই মারা যান তিনি। 

পরিদর্শক মাজহারুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা