হোম > সারা দেশ > বরিশাল

২৮ ঘণ্টা পরেও নদীতে নিখোঁজ দুই কিশোরীর সন্ধান মেলেনি

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

২৮ ঘণ্টা পরেও বরিশালের মুলাদী আড়িয়াল খাঁ নদে নিখোঁজ দুই কিশোরীর কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ফায়ার সার্ভিস কর্মীসহ স্থানীয়রা নদে বড়জাল ফেলে কোনো খোঁজ পাননি। এর আগে রোববার উপজেলার চরকালেখান ইউনিয়নের গলইভাঙা ঢালী বাড়ি লঞ্চঘাটে গোসলে নেমে নিখোঁজ হন ওই দুজন। 
 
তারা হলেন–ওই গ্রামের মো. মাহমুদ হাসানের মেয়ে হাবিবা হাসান অর্পা (১৭) এবং মো. বাবুর মেয়ে সিদরাতুল মুনতাহা হাফসা (১৩)। তারা সম্পর্কে চাচাতো বোন। ঈদে গ্রামের বাড়িতে বেড়াতে এসে আড়িয়ালখাঁ নদে গোসলে গিয়েছিলেন। 
 
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দুপুরে মো. মাহমুদ হাসানের দুই মেয়ে ও ভাতিজা-ভাতিজির বায়না রক্ষার জন্য আড়িয়ালখাঁ নদের ঢালী বাড়ি লঞ্চঘাট এলাকায় গোসলে যান। পাঁচজনের কেউ সাঁতার না জানায় সবাইকে অল্প পানিতে গোসল করতে বলেন তিনি। কিন্তু অসাবধানতা বসত স্রোতের টানে মেয়ে ও ভাতিজা-ভাতিজি পানিতে ভেসে যাচ্ছিল। 
 
ওই সময় মাহমুদ এক মেয়ে ও ভাতিজাকে টেনে তীরে ওঠাতে পারলেও তার মেয়ে অর্পা ও ভাতিজি হাফসা পানিতে ডুবে যায়। পরে তাঁর ডাক–চিৎকার শুনে স্থানীয়রা নদে নেমে তাদের খুঁজে না পেয়ে মুলাদী ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। 
 
মুলাদী ফায়ার সার্ভিস স্টেশনের দল নেতা মো. নূরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ দুজনের সন্ধান পাওয়া যায়নি। জেলে ও স্থানীয়দের নিয়ে সন্ধান কাজ চলছে।’

বিড়ি খাওয়া নিয়ে বক্তব্যে জামায়াতের ২ কোটি ভোট বেড়েছে: ড. ফয়জুল হক

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক