হোম > সারা দেশ > পিরোজপুর

জাল টাকার কারবারিকে ১৪ বছরের কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় জাকির হোসেন হাওলাদার নামের একজন জাল টাকার কারবারিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে পিরোজপুরের স্পেশাল ট্রাইব্যুনাল নম্বর-২ আদালতের বিচারক এস এম নুরুল ইসলাম এ আদেশ দেন। সেই সঙ্গে বিচারক আসামিকে ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

দন্তপ্রাপ্ত আসামি জাকির হোসেন হাওলাদার (৪০) জেলার ভান্ডারিয়া উপজেলার ইকরি গ্রামের মৃত মোনাজ উদ্দিন হাওলাদারের ছেলে। 

মামলার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৯ নভেম্বর ভান্ডারিয়া থানা-পুলিশ ইকরি বাজার থেকে জাল টাকা কেনা-বেচার সময়ে আসামি জাকির হোসেন হাওলাদারকে আটক করে। পরে জাকির হোসেনের দেওয়া তথ্যমতে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ জাকিরকে আসামি করে থানায় মামলা দায়ের করে এবং মামলার তদন্তকারী কর্মকর্তা ২০১৭ সালের ১৪ মে জাকির হোসেন হাওলাদারকে অভিযুক্ত করে মামলার চার্জশিট দেন। এ মামলায় সাক্ষীর সাক্ষ্য শেষে আদালতের বিচারক আজ আসামির উপস্থিতিতে এ রায় দেন।

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম