হোম > সারা দেশ > পটুয়াখালী

সাবেক এমপি শাহজাদার দেশত্যাগে নিষেধাজ্ঞা

পটুয়াখালী প্রতিনিধি

এস এম শাহজাদা। ছবি: সংগৃহীত

পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এস এম শাহজাদার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত।

পটুয়াখালীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মামুন-অর-রশীদ ১৭ মে এই আদেশ দিলেও আজ বুধবার বিষয়টি প্রকাশ্যে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মজিবুর রহমান টোটন। তিনি জানান, ১৪ মে দশমিনা থানার তদন্তকারী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ আদালতে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করার জন্য আবেদন করেন। এতে আদালত শাহজাদাসহ চার আসামির দেশত্যাগের নিষেধাজ্ঞা দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৬ মার্চ দশমিনা উপজেলার সানকিপুর গ্রামে বিএনপির বেতাগী সানকিপুর ইউনিয়ন শাখার কাউন্সিল হয়। বিকেলে কাউন্সিল চলাকালে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা ও অস্ত্রধারী ক্যাডারেরা হামলা চালান। তাঁরা চার-পাঁচটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং অনেক নেতা-কর্মীকে আহত করেন। এ ঘটনায় ২০২৫ সালের ১৩ মার্চ শাহজাদাসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের আসামি করে দশমিনা থানায় মামলা করা হয়।

বিড়ি খাওয়া নিয়ে বক্তব্যে জামায়াতের ২ কোটি ভোট বেড়েছে: ড. ফয়জুল হক

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক