হোম > সারা দেশ > বরিশাল

নৌকার প্রার্থীর কেন্দ্রে ইভিএম বিভ্রাট 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল থেকে

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণের শুরুর কিছুক্ষণের মধ্যেই বরিশাল সরকারি কলেজ ভোট কেন্দ্রের ৫ নাম্বার বুথের একটি ইভিএম মেশিনে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। প্রায় এক ঘণ্টা সেই মেশিনে ভোট গ্রহণ বন্ধ ছিল। বুথের বাইরে অপেক্ষা করতে দেখা গেছে ভোটার দের ৷

এই বুথের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা সঞ্জিবা বিশ্বাসের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘২৭টি ভোট নেওয়ার পর থেকে কাজ করছে না এই মেশিন। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। উনি শিগগিরই ব্যবস্থা নেবেন।’ 

ইভিএম ত্রুটির বিষয়টি আজকের পত্রিকার কাছে স্বীকার করেন কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আনোয়ার হোসেন দিপু। তিনি বলেন, ‘৫ নাম্বার বুথের একটি ইভিএমে যান্ত্রিক ত্রুটি দেখা গেছে। আমরা টেকনিশিয়ানের সঙ্গে কথা বলেছি। চার্জার লাগানোর সময় এক ধরনের ত্রুটি থেকে এই সমস্যা দেখা দিয়েছে। এখন সেটা রিপ্লেস করা হচ্ছে। দ্রুতই সব ঠিক হয়ে যাবে আশা করি।’ 

মেশিন নষ্ট থাকায় ভোটারদের অপেক্ষা বাড়ছে। এই নিয়ে বিরক্ত অনেকেই। এমন একজন মো. দুলাল হাওলাদার। ১৯ নাম্বার ওয়ার্ডের ঝাউতলা এলাকার এই বাসিন্দা বলেন, ‘প্রায় এক ঘণ্টা হয়ে গেল লাইনে ৷ এত সকালে এত দেরি হলে সারা দিন কী অবস্থা হবে।’ 

একই ওয়ার্ডের মো. বাবুল হোসেন কাদির বলেন, ‘যারা ভোট দিয়ে আসছে তারা বলছে ইভিএম মেশিন নষ্ট। তাই দেরি হচ্ছে।’ 

নৌকার সমর্থক মো. অ্যাড. নাসির আহমেদ খান বলেন, ‘এটা আমাদের ব্যাড লাক। সকালে এখানে সব নৌকার ভোটার এসেছেন। তারা যদি ভোট না দিয়ে ফিরে যান তাহলে তো আমাদের ক্ষতি।’ 

এই কেন্দ্রে ১ হাজার ৮২৬ জন ভোটার ভোট দেবেন ছয়টি বুথে।

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন।’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা