হোম > সারা দেশ > বরিশাল

নৌকার প্রার্থীর কেন্দ্রে ইভিএম বিভ্রাট 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল থেকে

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণের শুরুর কিছুক্ষণের মধ্যেই বরিশাল সরকারি কলেজ ভোট কেন্দ্রের ৫ নাম্বার বুথের একটি ইভিএম মেশিনে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। প্রায় এক ঘণ্টা সেই মেশিনে ভোট গ্রহণ বন্ধ ছিল। বুথের বাইরে অপেক্ষা করতে দেখা গেছে ভোটার দের ৷

এই বুথের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা সঞ্জিবা বিশ্বাসের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘২৭টি ভোট নেওয়ার পর থেকে কাজ করছে না এই মেশিন। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। উনি শিগগিরই ব্যবস্থা নেবেন।’ 

ইভিএম ত্রুটির বিষয়টি আজকের পত্রিকার কাছে স্বীকার করেন কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আনোয়ার হোসেন দিপু। তিনি বলেন, ‘৫ নাম্বার বুথের একটি ইভিএমে যান্ত্রিক ত্রুটি দেখা গেছে। আমরা টেকনিশিয়ানের সঙ্গে কথা বলেছি। চার্জার লাগানোর সময় এক ধরনের ত্রুটি থেকে এই সমস্যা দেখা দিয়েছে। এখন সেটা রিপ্লেস করা হচ্ছে। দ্রুতই সব ঠিক হয়ে যাবে আশা করি।’ 

মেশিন নষ্ট থাকায় ভোটারদের অপেক্ষা বাড়ছে। এই নিয়ে বিরক্ত অনেকেই। এমন একজন মো. দুলাল হাওলাদার। ১৯ নাম্বার ওয়ার্ডের ঝাউতলা এলাকার এই বাসিন্দা বলেন, ‘প্রায় এক ঘণ্টা হয়ে গেল লাইনে ৷ এত সকালে এত দেরি হলে সারা দিন কী অবস্থা হবে।’ 

একই ওয়ার্ডের মো. বাবুল হোসেন কাদির বলেন, ‘যারা ভোট দিয়ে আসছে তারা বলছে ইভিএম মেশিন নষ্ট। তাই দেরি হচ্ছে।’ 

নৌকার সমর্থক মো. অ্যাড. নাসির আহমেদ খান বলেন, ‘এটা আমাদের ব্যাড লাক। সকালে এখানে সব নৌকার ভোটার এসেছেন। তারা যদি ভোট না দিয়ে ফিরে যান তাহলে তো আমাদের ক্ষতি।’ 

এই কেন্দ্রে ১ হাজার ৮২৬ জন ভোটার ভোট দেবেন ছয়টি বুথে।

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম