হোম > সারা দেশ > বরিশাল

আফগানিস্তান দখল সহজ কিন্তু শাসন কঠিন: সাবেক পররাষ্ট্র সচিব

প্রতিনিধি, বরিশাল

সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেছেন, আফগানিস্তান দখল করা সহজ কিন্তু শাসন করা কঠিন। তালেবানরা ধর্মীয় দিক দিয়ে ক্ষমতা দখল করেছে। এটা কত দিন ধরে রাখবে সেটা একটা বিষয়। কেননা ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় আফগানিস্থানে কেউই শাসন ক্ষমতায় দীর্ঘদিন স্থায়ী হতে পারেনি। তাই বর্তমানে ক্ষমতায় অধিষ্ঠিত তালেবানরা কতদিন তাদের ক্ষমতা ধরে রাখতে পারে তা দেখার বিষয়।

গতকাল সোমবার রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) লোক প্রশাসন বিভাগের আয়োজনে এক ভার্চ্যুয়াল অলোচনা সভায় এ কথা বলেন সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক। আয়োজনে মুখ্য আলোচক ছিলেন তিনি।

ববি লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান রিফাত মাহমুদের সভাপতিত্বে ভার্চ্যুয়াল আলোচনায় বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন ববির লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. সিরাজিস সাদিক। সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষকেরাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, দপ্তর প্রধান, লোক প্রশাসন বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা সংযুক্ত ছিলেন।

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম