হোম > সারা দেশ > পিরোজপুর

পিরোজপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর সদর উপজেলার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে পিরোজপুর সদর উপজেলার কুমিরমাড়া আশ্রয়ণ প্রকল্পের পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়। 

মারা যাওয়া দুই শিশুর মধ্যে জান্নাতি আক্তার (৩) পিরোজপুর সদর উপজেলার কুমিরমাড়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ইউসুফ শেখের মেয়ে (৩) ও তাইফা আক্তার (৩) একই এলাকার মো. খালেক শেখের মেয়ে। 

শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমির হোসেন মাঝি এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয় ইউপি সদস্য মো. ওমর ফারুক জানান, সকালে সদর উপজেলার কুমিরমাড়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ইউসুফ ও খালেক শেখের দুই মেয়ে জান্নাতি ও তাইফা ঘর দিয়ে বেরিয়ে খেলতে বের হয়। সকাল ১০টা থেকে তাদের খোঁজ করা শুরু হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে বেলা ১১টার দিকে আশ্রয়ণের পুকুরে পানিতে তাদের ভাসতে দেখা যায়। পরে ডুবে থাকা অবস্থায় তাদের উদ্ধার করে পিরোজপুর হাসপাতালে নেওয়া হলে হাসপাতালের চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন। 

পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. রঞ্জন জানান, পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। কিন্তু হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। 

শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমির হোসেন মাঝি বলেন, ‘জান্নাতি ও তাইফা নামের দুই শিশু সকালে খেলতে বের হয়ে পুকুরে ডুবে মারা যায়। তাদের দুজনের বাবাই দিনমজুর। খবর পেয়েই আমরা তাদের বাড়িতে আসি এবং তাদের দাফন কাফনের দায়িত্ব নিয়েছি।’

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম