হোম > সারা দেশ > পটুয়াখালী

অপহৃত নারীদের দিয়ে পতিতাবৃত্তির অভিযোগে হোটেল মালিক গ্রেপ্তার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কুয়াকাটায় হোটেল রেডিয়েশনে অপহরণের পর নারীদের দিয়ে পতিতাবৃত্তির অভিযোগে হোটেল মালিক মো. নুর হোসেন খানকে গ্রেপ্তার করেছে টুরিস্ট পুলিশ। গতকাল রোববার তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত নুর হোসেন খান নীলগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. মতি খানের ছেলে। তিনি ওই হোটেলের মালিক। 

স্থানীয় সূত্রে জানা যায়, ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রামের বাসিন্দা মো. শানু মাঝি ও মো. নুরু হোসেন খান এই হোটেল পরিচালনার (ভাড়া সূত্রে) দায়িত্বে আছেন। নুর হোসেন খান বিভিন্ন পতিতাদের তাঁর স্ত্রীর পরিচয়ে এনে দেহব্যবসার কাজ করে আসছিল। 

কুয়াকাটা টুরিস্ট পুলিশ পরিদর্শক মো. হাচনাইন পারভেজ বলেন, তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করার জন্য মহিপুর থানায় সোপর্দ করা হয়েছে। কুয়াকাটার কিছু চিহ্নিত হোটেলে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড চলে বলে অভিযোগ আছে।   

এ ব্যাপারে মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের বলেন, খুলনা থেকে অপহরণ করে এনে এক নারীকে দিয়ে পতিতাবৃত্তি পেশায় বাধ্য করার অভিযোগে গতকাল রোববার মানবপাচার আইনে একটি মামলা করা হয়েছে। মামলায় দুজনকে আসামি করা হয়। তাঁদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।  

উল্লেখ্য, এর আগে ওই হোটেলে দেহব্যবসা করা হয় এমন তথ্যের ভিত্তিতে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। 

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশালমিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল