হোম > সারা দেশ > বরিশাল

অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার দায় আদালতে স্বীকার করলেন স্বামী

ভোলা প্রতিনিধি

ভোলায় অন্তঃসত্ত্বা গৃহবধূ বিবি কুলসুমকে (৪০) হত্যার কথা আদালতে স্বীকার করেছেন তাঁর স্বামী মো. তছির মাঝি। এই ঘটনায় আজ বৃহস্পতিবার তছিরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। 

বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির। তিনি বলেন, ‘অন্তঃসত্ত্বা বিবি কুলসুমকে গলা কেটে হত্যার ঘটনার দায় আদালতে স্বীকার করেছেন স্বামী তছির। এরপর তাঁকে আজ সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’ 

জানা গেছে, ১৪ মে গভীর রাতে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের সাজিকান্দি গ্রামের তছির মাঝির স্ত্রী কুলসুমকে গলা কেটে হত্যার ঘটনা ঘটে। পুলিশ ১৫ মে সকালে তাঁর লাশ উদ্ধার করে। কুলসুম পাঁচ সন্তানের মা এবং চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তছির মাছ ধরার কাজ করতেন। 

কুলসুম হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মো. আনোয়ার হোসেন জানান, ১৫ মে কুলসুমের গলাকাটা লাশ উদ্ধারের পর থানায় অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়। এই ঘটনায় তাঁর স্বামী তছিরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এরপর আজ বৃহস্পতিবার সকালে তছির আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন এবং স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন।

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার