হোম > সারা দেশ > বরিশাল

অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার দায় আদালতে স্বীকার করলেন স্বামী

ভোলা প্রতিনিধি

ভোলায় অন্তঃসত্ত্বা গৃহবধূ বিবি কুলসুমকে (৪০) হত্যার কথা আদালতে স্বীকার করেছেন তাঁর স্বামী মো. তছির মাঝি। এই ঘটনায় আজ বৃহস্পতিবার তছিরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। 

বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির। তিনি বলেন, ‘অন্তঃসত্ত্বা বিবি কুলসুমকে গলা কেটে হত্যার ঘটনার দায় আদালতে স্বীকার করেছেন স্বামী তছির। এরপর তাঁকে আজ সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’ 

জানা গেছে, ১৪ মে গভীর রাতে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের সাজিকান্দি গ্রামের তছির মাঝির স্ত্রী কুলসুমকে গলা কেটে হত্যার ঘটনা ঘটে। পুলিশ ১৫ মে সকালে তাঁর লাশ উদ্ধার করে। কুলসুম পাঁচ সন্তানের মা এবং চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তছির মাছ ধরার কাজ করতেন। 

কুলসুম হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মো. আনোয়ার হোসেন জানান, ১৫ মে কুলসুমের গলাকাটা লাশ উদ্ধারের পর থানায় অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়। এই ঘটনায় তাঁর স্বামী তছিরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এরপর আজ বৃহস্পতিবার সকালে তছির আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন এবং স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন।

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযান: চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু