বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদের চর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে পাথরঘাটা থানায় নিয়ে আসা হয় বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার।
স্থানীয় বাসিন্দা খলিল মিয়া ও ছাব্বির হোসেন বলেন, আজ ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের বলেশ্বর নদে মাছ ধরার উদ্দেশ্যে বের হলে দূর থেকে নদীর তীরে কিছু ভাসতে দেখা যায়। কিছুক্ষণ পর ভাটায় চরে আটকে গেলে কাছে গিয়ে দেখি মেয়ে নবজাতকের মরদেহ।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, ‘সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রুইতা হাজিরখাল গ্রামের নাসির মুসল্লির মাধ্যমে বলেশ্বর নদের চরে নবজাতকের মরদেহ আটকে আছে বলে জানতে পারি। পরে পাথরঘাটা থানার পুলিশকে জানানো হয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।’
এ বিষয়ে ওসি আবুল বাশার বলেন, পাথরঘাটা থানার উপপরিদর্শক মোহাম্মদ মাহাবুব ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসেন। ধারণা করা হচ্ছে, কেউ ট্রলারে করে এনে নবজাতকটি এখানে ফেলে গেছেন।