হোম > সারা দেশ > বরগুনা

পাথরঘাটায় গাছ বোঝাই ট্রাক উল্টে শ্রমিক নিহত

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় গাছ বোঝাই ট্রাক উল্টে দুর্ঘটনায় আবু জাফর হাওলাদার নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের বাইনতলা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাচনাপাড়া ইউপি চেয়ারম্যান ফরিদ খান।

নিহত আবু জাফর হাওলাদার (৫৫) উপজেলার রায়হানপুর ইউনিয়নের শতকর বেতমোর এলাকার তাহের হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী জাকির হোসেন জানান, পাথরঘাটা মঠবাড়িয়া সড়কে নাচনাপাড়া ইউনিয়নের বাইনতলা নামক এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে গাছ বোঝাই করা হচ্ছিল। পাশ থেকে ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামের আরেকটি গাছ বোঝাই ট্রাক যাওয়ার পথে ভারসাম্য হারিয়ে উল্টে যায়। এ সময় ট্রাকের ওপর থাকা শ্রমিক মোহাম্মাদ আবু জাফর হাওলাদার গাছের নিচে চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলার মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

পাথরঘাটা থানা-পুলিশের উপপরিদর্শক আফজাল হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছি। এ ছাড়াও সড়কে দাঁড়িয়ে বিভিন্ন এলাকায় ট্রাকে গাছ বোঝাইয়ের অভিযোগ পাচ্ছি। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ 

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ