হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল সিটি নির্বাচন: নৌকার মেয়র প্রার্থীর মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতের মনোনয়নপত্র অনেকটা আগেই জমা দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় মোখার প্রভাবের মধ্যেও আজ রোববার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তাঁর পক্ষে নির্বাচন পরিচালনা কমিটির নেতারা রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের কাছে এই মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর নৌকার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এজেন্ট আফজালুল করিম বিপুল ভোটে নৌকা বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 

নৌকার মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাতের মনোনয়নপত্র জমাদানের গুঞ্জন ছিল ১৬ মে। সাধারণত প্রতিবার প্রার্থী নিজে বিপুলসংখ্যক নেতা-কর্মী নিয়ে মনোনয়নপত্র জমা দেন। কিন্তু আজ মনোনয়নপত্র জমা দেওয়ার সময় খোকন কিংবা তাঁর অনুসারী নেতা-কর্মীদের কোনো ভিড় দেখা যায়নি।

আফজালুল করিম বলেন, ‘মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত বিজয়ী হলে নগরবাসীর যে ভবনের প্ল্যান করার সমস্যা, ট্যাক্স সমস্যা ছিল তা দূর করা হবে। সাধারণ মানুষ যাতে শান্তিতে থাকতে পারেন তার নিশ্চয়তা দেওয়া হবে।’ তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘বিপুল ভোটে বিজয়ী হবেন খোকন সেরনিয়াবাত।’ এক প্রশ্নের জবাবে আফজালুল করিম বলেন, ‘আওয়ামী লীগে কোনো বিভেদ নেই।’ 

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক কে বি এস আহমেদ কবির, প্রধান এজেন্ট আফজালুল করিম, লস্কর নুরুল হক, মাহমুদুল হক খান মামুন, ওয়ার্কার্স পার্টির সাবেক সংসদ সদস্য শেখ টিপু সুলতান প্রমুখ। 

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, মেয়র পদে এই পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আটজন। জমা দিয়েছেন দুজন। আওয়ামী লীগ প্রার্থী ছাড়া মনোনয়নপত্র জমা দেওয়া অপরজন হলেন স্বতন্ত্র প্রার্থী আলী হোসেন হাওলাদার।

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ