হোম > সারা দেশ > পটুয়াখালী

পটুয়াখালী-বরিশাল মহাসড়কে ছুরিকাঘাতে এক যুবক নিহত

প্রতিনিধি, পটুয়াখালী

পটুয়াখালী-বরিশাল মহাসড়কের শিয়ালী নামক স্থানে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম ইব্রাহিম হোসেন ফয়সাল (২৪)। তিনি পেশায় মোটরসাইকেলচালক। গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ফয়সাল মহিপুর এলাকার জয়নাল আবেদিনের ছেলে। 

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার মোর্শেদ বলেন, ‘গত বৃহস্পতিবার বিকেলে ফয়সাল মহিপুর থেকে মোটরাইকেলে ভাড়ায় যাত্রী নিয়ে বরিশাল যান। বরিশাল থেকে রাতে ফেরার পথে মোটরসাইকেলে থাকা দুই আরোহীর মধ্যে এক আরোহী পেছন থেকে ফয়সালকে ছুরি মারেন। এতে ঘটনাস্থলে ফয়সাল রাস্তার পাশে পড়ে যান। এ সময় এক অ্যাম্বুলেন্সচালক আহত অবস্থায় ফয়সালকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে পুলিশকে খবর দেন। হাসপাতালেই ফয়সালের মৃত্যু হয়। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এদিকে ফয়সালের মোটরসাইকেলে থাকা এক যাত্রীকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। হত্যাকাণ্ডের বিষয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

নিহত ফয়সাল কিছুদিন আগে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার হয়ে জেল খেটেছিলেন। ধারণা করা হচ্ছে, মাদকসংশ্লিষ্ট কোনো বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলেও জানান ওসি।

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন।’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা