হোম > সারা দেশ > বরিশাল

রুহুল আমিন হাওলাদারের পরিবারকে বয়কটের আহ্বান জাসদ নেতা মহসিনের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এ.বি.এম রাহুল আমিন হাওলাদারের পরিবারকে বয়কটের আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন। আজ শুক্রবার বিকেলে উপজেলার লক্ষ্মীপাশা বাজার প্রাঙ্গণে কবাই ইউনিয়ন জাসদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। 

জাসদ নেতা মোহসীন বলেন, পটুয়াখালীর দুমকি উপজেলার এই পরিবারটি বাকেরগঞ্জবাসীর ওপর চেপে বসেছে। পরিবারটি আওয়ামী লীগের ওপর ভর করে বারবার নির্বাচনী বৈতরণি পাড় হচ্ছে। এতে শুধু রুহুল আমিনের পরিবারই উন্নতি হচ্ছে। উন্নয়ন বঞ্চনায় ভুগছেন বাকেরগঞ্জের মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ চলছে উন্নয়নের মহাসড়কে। অন্যদিকে বাকেরগঞ্জ রয়েছে উন্নয়নের তলানিতে। স্থানীয় সংসদ সদস্যের ব্যর্থতার জন্য আজ বাকেরগঞ্জের এই অবস্থা। 

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাই মাহবুব, বাকেরগঞ্জ উপজেলা জাসদের সভাপতি এনায়েত হোসেন খান ছানা, জাতীয় যুবজোট নেতা আফজাল হোসেন বাচ্চু, উপজেলা জাসদ সাধারণ সম্পাদক এইচএম সহিদুল ইসলাম ও দুধল ইউনিয়ন জাসদ সভাপতি মো. গোলাম মোস্তফা। সম্মেলনে সভাপতিত্ব করেন জাসদ নেতা মো. সহিদুল ইসলাম। 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে মহাজোটের সমর্থনে সংসদ সদস্য হয়েছেন রাহুল আমিন হাওলাদারের স্ত্রী জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান রত্না আমিন। এর আগে ছিলেন রুহুল আমিন হাওলাদার। এ আসনে জাসদের সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ মোহসীন 

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা