হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল সিটি নির্বাচন: মেয়র পদে ইসলামী আন্দোলনের ২ নেতা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ইসলামী আন্দোলনের প্রভাবশালী দুই নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা দুজন সম্পর্কে আপন ভাই। 

আজ মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের কাছে দলের মেয়র প্রার্থী হিসেবে জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম প্রথমে মনোনয়নপত্র জমা দেন। এর কিছু সময় পরে তাঁর আপন ছোট ভাই কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক ও দলের জেলা সভাপতি সৈয়দ এছাহাক মোহাম্মদ আবুল খায়ের মনোনয়নপত্র জমা দেন। 

একটি সূত্র জানায়, সৈয়দ এছাহাক ডামি হিসেবে শেষ পর্যন্ত প্রার্থী থাকবেন। কেন্দ্রে পোলিং এজেন্ট নিয়োগ ও পরিবহনসহ নির্বাচন কমিশনের বিভিন্ন সুবিধা নিতে দলীয় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল আজকের পত্রিকাকে বলেন, কোনো কারণে তাঁর প্রার্থিতা বাতিল হলে তাঁরা নির্বাচনী মাঠ ছাড়বেন না। তাই নির্বাচনী কৌশল হিসেবে ছোট ভাই সৈয়দ এছাহাককেও প্রার্থী করা হয়েছে। 

বাছাইয়ে ফয়জুলের মনোনয়ন বৈধ হলে প্রার্থিতা প্রত্যাহার করবেন কি না জানতে চাইলে সৈয়দ এছাহাক আজকের পত্রিকাকে বলেন, তখন বিষয়টি দলের মুরব্বিরা বসে সিদ্ধান্ত নেবেন।

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা