হোম > সারা দেশ > পটুয়াখালী

কুয়াকাটায় ‘অতিরিক্ত মদ্যপানে’ কিশোর পর্যটকের মৃত্যু

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটায় মারা যাওয়া পর্যটক। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর কুয়াকাটায় এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে। অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে আজ রোববার বেলা ১১টার দিকে সে মারা যায় বলে জানা গেছে।

মৃত সাজিদুল ইসলাম (১৭) নেত্রকোনার গোড়াগাঁও গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে। সে নারায়ণগঞ্জের একটি রেস্তোরাঁয় কাজ করত।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গত শুক্রবার নারায়ণগঞ্জ থেকে সাজিদুল ও তার বন্ধু হাবিব কুয়াকাটায় বেড়াতে এসে হোটেল স্কাই ভিউর ৪০৮ নম্বর কক্ষে ওঠে। পরে ওই রাতে সাজিদুল অতিরিক্ত মদ্যপান করে। পরদিন শনিবার সকালে তীব্র পেটব্যথায় সে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ সেবন করেও অবস্থার উন্নতি হয়নি।

আজ রোববার সকাল ৮টার দিকে সাজিদুলকে কুয়াকাটা হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কলাপাড়া হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। তবে সাজিদুলের কথায় তার বন্ধু হাবিব তাকে সেখানে না নিয়ে আবার হোটেল কক্ষে ফিরিয়ে নেয়। কিছুক্ষণ পর অবস্থার আরও অবনতি হলে সাজিদুলকে ফের কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম