হোম > সারা দেশ > বরিশাল

কীর্তনখোলায় পড়ে পথশিশু নিহত, লাশ গ্রহণে অনিচ্ছুক বাবা 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নদীবন্দরের টার্মিনাল থেকে কীর্তনখোলা নদীতে পরে নিখোঁজ পথশিশু সাথি আক্তারের (১২) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে টার্মিনালের পাশে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সাথি নিখোঁজ হয়।

নিহত সাথির মা কয়েক বছর আগে মারা যাওয়ায় শিশুটি বরিশাল নদী বন্দরে থাকত। তার সৎ বাবা মো. বশির ঢাকায় বাস করেন। 

বিষয়টি নিশ্চিত করে বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, লাশ উদ্ধার করে মেয়েটির সৎ বাবা বশিরকে জানালে তিনি লাশ গ্রহণে অপারগতা প্রকাশ করেন। তিনি এসে যদি লাশ গ্রহণ না করেন তাহলে স্বেচ্ছাসেবী সংগঠন আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হবে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে চাঁদনি, সাথি, আসলাম ও জনি পন্টুনের পাশে বসে ছিল। হঠাৎ করে দুষ্টুমির ছলে নাইম (১৩) পেছন থেকে এসে সাথি ও আসলামকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়। আসলাম সাঁতারে উঠে আসে। কিন্তু সাথি সাঁতার না জানায় নিখোঁজ হয়। নদীতে ঝাঁপ দিয়ে তাকে বাঁচাবার চেষ্টা করেও সম্ভব হয়নি। এরপর ফায়ার সার্ভিসের একটি দল শিশুকে উদ্ধারে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫