পিরোজপুরের ভান্ডারিয়ায় শাহিনুর বেগম (৫০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। মৃত শাহিনুর বেগম উপজেলার পন্ডিমপশারী বুনিয়া গ্রামের চায়ের দোকানি সালেক হাওলাদারের স্ত্রী। তাঁদের তিনটি সন্তান রয়েছে।
স্থানীয় ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ ক্ষিপ্ত হয়ে আজ দুপুরে ঘরের চৌকাঠের সঙ্গে গামছা লাগিয়ে আত্মহত্যা করেন। এ সময় তাঁর স্বামী অন্য কক্ষে ঘুমে ছিলেন। স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ভান্ডারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান বলেন, ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।