হোম > সারা দেশ > বরগুনা

২০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় বিধবা ও তাঁর ছেলেকে হত্যার হুমকি

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বিশ হাজার টাকা চাঁদা না দেওয়ায় এক বিধবা ও তাঁর ছেলেকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুরে আমতলী সাংবাদিক ইউনিয়নে ডালাচারা গ্রামের বিধবা লাইলি বেগম সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। 

লিখিত বক্তব্যে বিধবা লাইলি বেগম বলেন, ‘আমার ছেলে বেল্লাল ভেকু মেশিন চালায়। ওই মেশিন চালিয়ে আমার সংসার চলে। এ ভেকু মেশিন চালাতে হলে স্থানীয় কাদের কাজীর ছেলে সন্ত্রাসী জসিম কাজী আমার কাছে বিশ হাজার টাকা চাঁদা দাবি করে। আমি এ চাঁদা টাকা দিতে অস্বীকার করি। এতে ক্ষিপ্ত হয় জসিম কাজী আমাকে ও আমার ছেলেকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে। তাঁর ভয়ে আমি ঘর থেকে বের হতে পারছি না।’

লাইলি বেগম আরও বলেন, জসিম কাজী এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। তাঁকে চাঁদা না দিলে ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে হয়রানি করে। সন্ত্রাসী জসিম কাজী হাত থেকে রক্ষায় তিনি পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। 

এ বিষয়ে জসিম কাজী বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।’ তবে প্রাণনাশের হুমকির বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেনি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম