হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে উপজেলা নির্বাচনে প্রথম ঘণ্টায় কোনো কোনো কেন্দ্র-বুথে ভোট পড়েছে ১ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে বুধবার সকাল ৮টা থেকে বাবুগঞ্জ, উজিরপুর ও বানারীপাড়ায় ভোট গ্রহণ চলছে। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল নামে মাত্র। কোনো কোনো কেন্দ্র-বুথে প্রথম এক ঘণ্টায় ১ শতাংশ ভোট পড়েছে। তবে দিনের প্রথম ভাগে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

বাবুগঞ্জের চাঁদপাশা হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. নুরুজ্জামন ফারুকী বলেন, এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৭৮৬ জন। এখানকার ৫ নম্বর বুথে ৩৬৮ ভোটের মধ্যে সকাল ৯টা পর্যন্ত এক ঘণ্টায় ভোট গ্রহণ করা হয়েছে মাত্র একটি। এ নিয়ে হতাশ প্রার্থীরাও। আধা কিলোমিটার দূরের চাঁদপাশা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোটার ৩ হাজার ৭৮৬ জন। সেখানে ভোট পড়েছে মাত্র ১ শতাংশ।
 
বাবুগঞ্জের উপজেলা রিসোর্স সেন্টার ও সংলগ্ন ক্ষুদ্রকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার মিজানুর রহমান বলেন, এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫৬৭ জন। প্রথম ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ৮০টি। ভোটের হার ৩ শতাংশ। 

এই কেন্দ্রে ভোট দিতে আসা আব্দুল আউয়াল ও কামাল হোসেন বলেন, ‘মানুষ ভোট দিতে আসতেই চায় না। অনেকে বলে, গিয়ে লাভ কী?’ কামাল বলেন, ‘ইটভাটায় মজুরি খাটতে ৭০০ টাকা রেখে ভোট দিতে এসেছি। এই টাকা কে দিবে বলেন।’ 

দক্ষিণ পাংশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অপেক্ষমাণ কাপ-পিরিচের সমর্থক খলিল মেম্বার বলেন, সবাই গিয়ে ভোটার আনো। তা না হলে সর্বনাশ হয়ে যাবে। 

বাবুগঞ্জে আনারস প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী ফারজানা বিনতে ওহাব জানান, আগরপুরের বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর বিদ্যালয়ে তাঁর পুরুষ ভোটারদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে তাঁর প্রতিদ্বন্দ্বী কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সরদার খলেদ হোসেন স্বপন এমন অভিযোগ অস্বীকার করেছেন।

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ