বরগুনার আমতলীতে মোটরসাইকেল চাপায় আলেয়া বেগম (৬৫) নামের এক বিধবা নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে উপজেলার উত্তর গোছখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার গুলিশাখালী ইউনিয়নের উত্তর গোছখালী গ্রামের আলেয়া বেগম নামের এক বিধবা রোববার রাত সাড়ে ৮টার দিকে বাড়ির সামনের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ওই সড়কে একটি মোটরসাইকেল ওই নারীকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। স্বজনেরা দ্রুত উদ্ধার করে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকালে তার মৃত্যু হয়।
নিহতের স্বজন হালিমা বেগম বলেন, আলেয়াকে একটি মোটরসাইকেল চাপা দিয়ে পালিয়ে গেছে। এতে তিনি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর বলেন, খবর পেয়েছি। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।