হোম > সারা দেশ > পিরোজপুর

নেছারাবাদে ঠিকাদারের নেতৃত্বে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদে ঠিকাদারের নেতৃত্বে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সেলিম হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সন্ধ্যার পরে শান্তিরহাট বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সেলিম হোসেন বাদী হয়ে নেছারাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। 

মারধরের শিকার সেলিম হোসেন উপজেলায় জলাবাড়ী ইউপির সদস্য। অভিযুক্ত ঠিকাদার মো. খলিলুর রহমান ওই ইউনিয়নের বাসিন্দা। 

ইউপি সদস্য সেলিম অভিযোগে উল্লেখ করেন, তিনি সোমবার সন্ধ্যার পরে বাজারের নিজ কার্যালয়ে বসে ছিলেন। এ সময় একদল যুবক এসে অতর্কিতভাবে তাঁর ওপর হামলা করেন। একপর্যায়ে তাঁকে কার্যালয় থেকে টেনে-হিঁচড়ে বের করে রাস্তায় নিয়ে মারধর করেন। তাঁর চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে নেছারাবাদ হাসপাতালে ভর্তি করেন। সেলিমের অভিযোগ, আক্রমণকারীরা সবাই খলিলুর রহমানের পালিত সন্ত্রাসী। তবে কী কারণে তাঁকে মারধর করা হয়েছে তা তিনি জানেন না। 

অভিযুক্ত খলিলুর রহমান বলেন, ‘পিরোজপুর জেলা পরিষদ থেকে গ্রামের প্লেন মসজিদের উন্নয়নের জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ এসেছে। সেই টাকা ইউপি সদস্য সেলিম দিচ্ছিলেন না। একপর্যায়ে ওই টাকা থেকে ৩০ হাজার টাকা মসজিদে দিয়েছেন। বাকি টাকা কোনোভাবে দিতে রাজি হননি। এরই ধারাবাহিকতায় এলাকার লোকজন মসজিদের পাওনা টাকা সেলিমের কাছে চাইতে গিয়েছিল। এতে একটু হাতাহাতি হয়েছে। তবে সেলিমের অভিযোগ মিথ্যা।’ 

নেছরাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার জানান, এ ঘটনায় ইউপি সদস্য সেলিম হোসেন বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫