হোম > সারা দেশ > বরিশাল

বিএম কলেজে ছাত্রদলের কর্মীদের হামলায় আহত ৩

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ছবি: সংগৃহীত

বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগসহ তিনজনকে মারধরের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে কলেজের মসজিদ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে সোহাগ ছাড়াও রয়েছেন সংগঠনের কর্মী ফেরদৌসি রুমি ও সাধারণ শিক্ষার্থী শাহাবুদ্দিন মিয়া। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিডিয়া সেলের প্রধান কাজী জায়েদ দাবি করেন, এ হামলার নেতৃত্ব দেন সাবেক ছাত্রলীগ কর্মী ও বর্তমান ছাত্রদল কর্মী ইয়াসিন ভূঁইয়া।

জায়েদ জানান, ইয়াসিন আগে ছাত্রলীগ করতেন। ৫ আগস্টের পর তিনি ক্যাম্পাসে ছাত্রদলের প্রশ্রয়ে নানা অপকর্ম করে আসছেন। বিভিন্ন অভিযোগের কারণে গতকাল সোমবার রাতে সাধারণ ছাত্ররা ক্যাম্পাসে ইয়াসিনকে মারধর করেছেন। এরপর রাতে ছাত্রদলের একটি পক্ষ সোহাগকে মারধরের জন্য পরিকল্পনা করে। এ নিয়ে ছাত্রদলের হোয়াটসঅ্যাপ গ্রুপেও আলোচনা হয় বলে দাবি তাঁর।

জায়েদ আরও জানান, কলেজের উন্নয়নসংক্রান্ত ৫ দফা দাবির আন্দোলন স্থগিতের বিষয়ে আজ কলেজ প্রশাসনের সঙ্গে এক বৈঠক শেষে সোহাগ ও রুমি ক্যাম্পাস ত্যাগ করার সময় তাঁদের ওপর হামলা চালানো হয়।

অভিযুক্ত ইয়াসিন ভূঁইয়ার মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি তা রিসিভ করেননি। বিএম কলেজ ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক বাবর খালেদ বলেন, ‘গতকাল রাতে ইয়াসিনকে মারধর করা হয়। এর জেরে আজ দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। আমরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছি।’

এ বিষয়ে জানতে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানের মোবাইল ফোনে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

মা-মেয়ে খুন: প্রথমবার শ্বশুরবাড়িতে গৃহকর্মী আয়েশা, ফিরলেন গ্রেপ্তার হয়ে

শখের হাঁসটি ধরে নিয়ে গেলেন এনজিও কর্মীরা

৮ দফা দাবিতে রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা শিক্ষার্থীদের