হোম > সারা দেশ > বরিশাল

মুরুব্বিদের সামনে ধূমপান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সিগারেট খাওয়া নিয়ে কথা-কাটাকাটির জেরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অন্তত আটজন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে নগরীর বাংলাবাজার এলাকার রিফিউজি কলোনিতে এই ঘটনা ঘটে। তাঁদের মধ্যে গুরুতর আহত হয়ে চারজন হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, মুরুব্বিদের সামনে ধূমপান করার কারণে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে স্থানীয়রা আটকে রাখে। এমন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে নগরীর বাংলাবাজার এলাকার রিফিউজি কলোনিতে যায় তাঁর সহপাঠীরা। এ সময় স্থানীয়দের সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে শিক্ষার্থীদের মারধর করা হয়। এ ঘটনায় ৮-১০ জন শিক্ষার্থী আহত হয়। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে আহতদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে অন্যরা হাসপাতাল ত্যাগ করলেও গুরুতর আহত চারজন এখনো চিকিৎসাধীন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আবদুল কাইয়ুম বলেন, ‘আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানাব, তারা যেন বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়।’

এ ব্যাপারে জানতে চাইলে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। পরিস্থিতি শান্ত করে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত