হোম > সারা দেশ > বরিশাল

মুরুব্বিদের সামনে ধূমপান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সিগারেট খাওয়া নিয়ে কথা-কাটাকাটির জেরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অন্তত আটজন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে নগরীর বাংলাবাজার এলাকার রিফিউজি কলোনিতে এই ঘটনা ঘটে। তাঁদের মধ্যে গুরুতর আহত হয়ে চারজন হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, মুরুব্বিদের সামনে ধূমপান করার কারণে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে স্থানীয়রা আটকে রাখে। এমন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে নগরীর বাংলাবাজার এলাকার রিফিউজি কলোনিতে যায় তাঁর সহপাঠীরা। এ সময় স্থানীয়দের সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে শিক্ষার্থীদের মারধর করা হয়। এ ঘটনায় ৮-১০ জন শিক্ষার্থী আহত হয়। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে আহতদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে অন্যরা হাসপাতাল ত্যাগ করলেও গুরুতর আহত চারজন এখনো চিকিৎসাধীন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আবদুল কাইয়ুম বলেন, ‘আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানাব, তারা যেন বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়।’

এ ব্যাপারে জানতে চাইলে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। পরিস্থিতি শান্ত করে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযান: চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু