হোম > সারা দেশ > বরিশাল

ঘন কুয়াশায় ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের সঙ্গে ট্রলির সংঘর্ষ, নিহত ২ 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ইট বহনকারী ট্রলির সংঘর্ষ হয়েছে। এতে ট্রলিচালক সোহরাব হাওলাদার (২৭) ও হেলপার রুবেল হাওলাদার (২২) ঘটনাস্থলেই মারা যান। উজিরপুরের মুণ্ডপাশা এলাকায় আজ রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত সোহরাব হাওলাদার ও রুবেল হাওলাদারের বাড়ি বামরাইল ইউনিয়নের বরতা গ্রামে। এ ঘটনায় আহত হয়েছেন বাসের হেলপার, সুপারভাইজারসহ বেশ কয়েকজন যাত্রী। ধারণা করা হচ্ছে, কুয়াশায় পথ ঠিকভাবে দেখা না যাওয়ায় দুর্ঘটনার কবলে পড়ে গাড়ি দুটি। 

এলাকাবাসী ও পুলিশের তথ্যে জানা গেছে, বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস উজিরপুরের মুণণ্ডপাশা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইট বহনকারী ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ট্রলিটি সড়কে ছিটকে পড়ে। অন্যদিকে সড়কের পাশে রেইনট্রি গাছে ধাক্কা খেয়ে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় মহাসড়কে যান চলাচল বাধাগ্রস্ত হয়। বাসটির চালক পালিয়ে গেছেন। 

পুলিশ সূত্রে জানা যায়, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নিহত ও আহতদের উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। 

উজিরপুর মডেল থানার ওসি মো. জাফর উদ্দিন সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশায় বেপরোয়া গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম