হোম > সারা দেশ > বরিশাল

চাচাতো ভাইয়ের মোটরসাইকেল চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 

বরিশালের মুলাদী থানা। ছবি: সংগৃহীত

বরিশালের মুলাদীতে চাচাতো ভাইয়ের মোটরসাইকেল চুরির অভিযোগে ফাহিম ব্যাপারী (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল বগুড়া রোডের একটি মোটরসাইকেল শোরুম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফাহিমের বাড়ি বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামে। পুলিশ জানায়, ফাহিম গত বুধবার রাতে মুলাদী উপজেলার ডিক্রীরচর গ্রামের সেকান্দার ব্যাপারীর ছেলে আল আমিনের মোটরসাইকেল চুরি করেছেন। আল আমিন সম্পর্কে ফাহিমের আপন চাচাতো ভাই।

মুলাদী থানা-পুলিশ জানায়, গত বুধবার রাতে ডিক্রীরচর বাঁধঘাট এলাকার আরিফ কবিরাজের দোকানের তালা ভেঙে আল আমিনের মোটরসাইকেলটি চুরি হয়। ওই ঘটনায় আল আমিন গতকাল সকালে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে থানা থেকে জিডি কপি ও মোটরসাইকেল নম্বর বিভিন্ন শোরুমে পাঠিয়ে দেওয়া হয়। গতকাল সন্ধ্যায় ফাহিম বরিশাল বগুড়া রোডের একটি শোরুমে মোটরসাইকেল বিক্রি করতে গেলে গোয়েন্দা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। রাতেই তাঁকে মুলাদী থানা-পুলিশে হস্তান্তর করা হয়। আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে ফাহিমকে কারাগারে পাঠানো হয়।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, চাচাতো ভাইয়ের মোটরসাইকেল চুরির অভিযোগে এক তরুণকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছেন। তাঁকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার