হোম > সারা দেশ > বরিশাল

চাচাতো ভাইয়ের মোটরসাইকেল চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 

বরিশালের মুলাদী থানা। ছবি: সংগৃহীত

বরিশালের মুলাদীতে চাচাতো ভাইয়ের মোটরসাইকেল চুরির অভিযোগে ফাহিম ব্যাপারী (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল বগুড়া রোডের একটি মোটরসাইকেল শোরুম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফাহিমের বাড়ি বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামে। পুলিশ জানায়, ফাহিম গত বুধবার রাতে মুলাদী উপজেলার ডিক্রীরচর গ্রামের সেকান্দার ব্যাপারীর ছেলে আল আমিনের মোটরসাইকেল চুরি করেছেন। আল আমিন সম্পর্কে ফাহিমের আপন চাচাতো ভাই।

মুলাদী থানা-পুলিশ জানায়, গত বুধবার রাতে ডিক্রীরচর বাঁধঘাট এলাকার আরিফ কবিরাজের দোকানের তালা ভেঙে আল আমিনের মোটরসাইকেলটি চুরি হয়। ওই ঘটনায় আল আমিন গতকাল সকালে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে থানা থেকে জিডি কপি ও মোটরসাইকেল নম্বর বিভিন্ন শোরুমে পাঠিয়ে দেওয়া হয়। গতকাল সন্ধ্যায় ফাহিম বরিশাল বগুড়া রোডের একটি শোরুমে মোটরসাইকেল বিক্রি করতে গেলে গোয়েন্দা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। রাতেই তাঁকে মুলাদী থানা-পুলিশে হস্তান্তর করা হয়। আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে ফাহিমকে কারাগারে পাঠানো হয়।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, চাচাতো ভাইয়ের মোটরসাইকেল চুরির অভিযোগে এক তরুণকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছেন। তাঁকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে সহিংসতার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাউফলে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর