হোম > সারা দেশ > পটুয়াখালী

মহিষের গুঁতোয় মালিকসহ আহত ১০ 

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

দশমিনায় মহিষের গুঁতোয় মালিক মো. নিজাম মাতুব্বরসহ (২৮) কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে উপজেলার আলীপুরার গুলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতের মধ্যে মালিকের অবস্থা গুরুতর হওয়ায় দশমিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

 কয়েক ঘণ্টা চেষ্টার পর পুলিশ ও বন বিভাগের সহায়তায় এলাকাবাসী ফাঁদ পেতে মহিষটি ধরতে সক্ষম হয়।

এ বিষয়ে মহিষের মালিক বলেন, `আমি মহিষ কেনাবেচার ব্যবসা করি। গত সোমবার বাউফলের কালাইয়া বাজার থেকে লাখ টাকায় একটি মহিষ কিনে পরদিন মঙ্গলবার গলাচিপা উপজেলার পাতাবুনিয়া বাজারে বিক্রি করতে নিয়ে যাই। এ সময় মহিষটি ছুটে যায়। পরে গতকাল সকালে উপজেলার আলীপুরা ইউনিয়নের গুলবুনিয়া গ্রামে মহিষটির সন্ধান পেয়ে উদ্ধার করতে গেলে আমি আহত হই। এ সময় মহিষের তাণ্ডবে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।' 

আলীপুরা ইউপির সদস্য মো. আফজাল বলেন, গলাচিপা ও দশমিনায় মহিষের দুই দিনের তাণ্ডবে ১০ জন আহত হয়েছেন। কয়েক ঘণ্টা চেষ্টার পর পুলিশ ও বন বিভাগের সহায়তায় কয়েকজন এলাকাবাসী ফাঁদ পেতে মহিষটি উদ্ধার করতে সক্ষম হন। 

এ নিয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, পুলিশ, বন বিভাগ ও এলাকাবাসীর সহায়তায় মহিষটি উদ্ধার করা হয়েছে। 

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা