হোম > সারা দেশ > বরিশাল

ববির হলে ঢুকে দুই ছাত্রলীগ কর্মীকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শের বাংলা হলে গভীর রাতে দুই ছাত্রলীগ কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার গভীর রাতে তাদের মারধর করা হয়। 

মারধরের শিকার দুই শিক্ষার্থী হলেন, মার্কেটিং বিভাগের রাজু মোল্লা ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সিফাত হাসান। 

এদিকে খবর পেয়ে হল প্রভোস্ট তাঁদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। 

ববির শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া সাংবাদিকদের বলেন, ‘দুই পক্ষই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। দ্বন্দ্বের জেরে রাজু ও সিফাতের ওপর নির্যাতন চালানো হতে পারে। নির্যাতনের শিকার দুজন ছাত্রলীগ নেতা আলীম সালেহীর অনুসারী।’ 

নির্যাতনের শিকার সিফাত বলেন, ‘শনিবার গভীর রাতে আমি শেরে বাংলা হলের ২০০৭ নম্বর কক্ষে অবস্থান করছিলাম। এ সময় তাহমিদ জামান নাভিদের অনুসারীরা আমাকেসহ পাশের রুমের সিফাতকে ধরে নিয়ে যায়। পরে আমাদের দুজনকে মাঠে নিয়ে পিটিয়ে জখম করে। হল প্রভোস্ট আবু জাফর মিয়া খবর পেয়ে হলের মাঠে আসেন এবং আমাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।’ 

আহত রাজু মোল্লা বলেন, ‘আমি এবং সিফাত বর্তমানে শেবাচিম হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছি।’ 

এ বিষয়ে জানতে চাইলে তাহমিদ জামান নাভিদ বলেন, ‘রাজু ও সিফাত হলে অস্ত্র রেখেছে। এ জন্য সাধারণ ছাত্ররা তাদের মারধর করেছে।’ 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম বলেন, ‘দুই পক্ষে এর আগেও মারামারি হয়েছে। ওই ঘটনার জেরে শনিবার রাতে শেরে বাংলা হলে মারামারি হয়েছে।’

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা