হোম > সারা দেশ > বরগুনা

বরগুনায় পলিথিনে মোড়ানো জীবিত নবজাতক উদ্ধার, হাসপাতালে ভর্তি

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনা জেনারেল হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটে চলাচলকারী রাস্তার পাশের ডাস্টবিন থেকে পলিথিনে মোড়ানো এক নবজাতক কন্যা শিশু উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী হারুন মিয়া শিশুটিকে উদ্ধার করেন।

হারুন মিয়া বলেন, ‘ডাস্টবিনে ময়লা পরিষ্কার করতে ছিলাম। তখন দেখতে পাই পলিথিনে মোড়ানো কিছু একটা নড়াচড়া করছে। কাছে গিয়ে দেখি, পলিথিনে মোড়ানো এক শিশু জীবিত অবস্থায় পড়ে আছে। তাকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে যাই। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে পাঠায়। নবজাতকটি বর্তমানে হাসপাতালে নিবিড় পরিচর্যায় আছে।’

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাসকিয়া সিদ্দিকী বলেন, ‘বেলা সাড়ে ১০টার দিকে হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী হারুন মিয়া দায়িত্ব পালনের সময় ডাস্টবিনের বাইরে পলিথিনে মোড়ানো এক নবজাতক দেখতে পান। তাৎক্ষণিকভাবে শিশুটি ওয়ার্ডে নিয়ে আসেন। বিষয়টি জানতে পেরে উৎসুক জনতা শিশুকে একনজর দেখতে ভিড় জমায়।’

ডা. তাসকিয়া সিদ্দিকী আরও বলেন, শিশুটির বয়স দুই দিন হতে পারে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি জেলা প্রশাসন, পুলিশ সুপার এবং সমাজসেবা বিভাগকে অবহিত করা হয়েছে।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ ‍পলিথিনে মোড়ানো একটি নবজাতক উদ্ধার করেছে মর্মে আমাকে অবহিত করেছে। খোঁজখবর নিয়ে দেখেছি, কন্যা শিশুটি সুস্থ আছে।’

এ বিষয়ে জানতে চাইলে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মোজাম্মেল হক রেজা আজকের পত্রিকাকে বলেন, উদ্ধার হওয়া শিশুটির পরিচয় জানার চেষ্টা হচ্ছে। জেলা প্রশাসকের মাধ্যমে শিশু কল্যাণ বোর্ডে একটি চিঠি পাঠানো হয়েছে। শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে।

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার