বরিশালের মুলাদী উপজেলায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করছে পুলিশ। গতকাল সোমবার উপজেলার নাজিরপুর ইউনিয়নের চরনাজিরপুর গ্রামের ডিয়েন হাওলাদারের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
গৃহবধূর নাম সাহারা খাতুন। তিনি ডিয়েন হাওলাদারের স্ত্রী। আজ মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মণ্ডল জানান।
আজকের পত্রিকাকে তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে ‘পারিবারিক কলহের জের ধরে’ সাহারা খাতুন আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন তাঁরা স্বামী ডিয়েন হাওলাদার।
আজকের পত্রিকাকে তিনি বলেন, গতকাল সোমবার বিকেলে সাহারা খাতুনের সঙ্গে তার ঝগড়া হয়। পরে তিনি বাজারে চলে যান। সন্ধ্যায় সাহারা খাতুনকে কোথাও না দেখে প্রতিবেশীরা জানালা দিয়ে ঘরে উঁকি দেন। ঘরের মধ্যে আড়ার সঙ্গে ঝুলন্ত লাশ দেখে প্রতিবেশীরা তাঁকে সংবাদ দেন। তিনি বাড়ি এসে বিষয়টি পুলিশকে জানালে রাতে পুলিশ লাশ উদ্ধার করে।