হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে ইন্ডাস্ট্রি গড়তে যা দরকার, তা সরকারকে দিতে হবে: এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, বরিশালে ইন্ডাস্ট্রি গড়তে হবে। এ জন্য যা কিছু প্রয়োজন, তা সরকারকে দিতে হবে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব থাকাকালীন ইন্ডাস্ট্রি করার জন্য বরিশালে কীভাবে গ্যাস সরবরাহ হতে পারে, সে জন্য মাস্টার প্ল্যান করে দিয়েছি। তবে ইন্ডাস্ট্রি না করে গ্যাস আনার জন্য স্থাপনা তৈরি করলে তাতে কোনো লাভ হবে না। 

আজ শনিবার দুপুরে বরিশাল জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে ২০২৪-২৫ অর্থবছরের প্রাক্‌-বাজেট নিয়ে ব্যবসায়ী ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

এনবিআর চেয়ারম্যান বলেন, পাইপলাইনের মাধ্যমে কীভাবে গ্যাস আসবে এবং গ্যাসের ভবিষ্যৎ পরিকল্পনা কী হবে, তা করা আছে। বরিশাল বিভাগের ছয় জেলায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহে পায়রা বন্দরে ভাসমান টার্মিনাল বসানো যেতে পারে। 

এর আগে আগামী বাজেটে রাজস্ব বিভাগের বিভিন্ন প্রস্তাবনা ও সুবিধাগুলো তুলে ধরেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মাসুদ সাদিক, এ কে এম বদিউল আলম এবং পাপন কুমার চন্দ্র। 

বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর হোসেন মানিকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার শওকত আলী, জেলা প্রশাসক শহীদুল ইসলাম, পটুয়াখালী চেম্বারের সভাপতি গিয়াস উদ্দিন, ওমেনস চেম্বার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি বিলকিস আহমেদ লিলি প্রমুখ।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা