হোম > সারা দেশ > ভোলা

মেঘনায় নৌ পুলিশের ওপর হামলা, ২০ জেলে কারাগারে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে ভোলায় নৌ পুলিশের ওপর হামলা মামলায় ২০ জেলেকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বোরহানউদ্দিনের সুধারামপুর গ্রামে এক সাঁড়াশি অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

বরিশাল নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। 

গত বছরের ৯ অক্টোবর বোরহানউদ্দিনে মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার অভিযান চলাকালে নৌ পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। পরে উপজেলার মির্জাকালু পুলিশ তদন্তকেন্দ্রের তৎকালীন এসআই তাপস কুমার বাদী হয়ে ১৪ জনের নাম এবং ৬০-৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।  

অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বোরহানউদ্দিন উপজেলায় গত বছরের ৯ অক্টোবর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরিফুল ইসলামের নেতৃত্বে একটি দল মেঘনা নদীতে যান। এ সময় সুধারামপুর গ্রামের একটি খালের বেড়িবাঁধে পৌঁছায় দলটি।’ 

হুমায়ুন বলেন, বেড়িবাঁধে ফেলে রাখা ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশ নৌকায় তুলতে যান পুলিশ সদস্যরা। একপর্যায়ে ৬০-৭০ জন জেলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে হামলা করেন। পুলিশের নৌযানে থাকা এক লাখ মিটার জাল নিয়ে যান অভিযুক্ত ব্যক্তিরা। জালের তৎকালীন বাজারমূল্য ৩০ লাখ টাকা। 

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ওই দিনই মির্জাকালু পুলিশ তদন্তকেন্দ্রের এসআই তাপস কুমার বাদী হয়ে ১৪ জনের নাম এবং ৬০-৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। সেই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

মা-মেয়ে খুন: প্রথমবার শ্বশুরবাড়িতে গৃহকর্মী আয়েশা, ফিরলেন গ্রেপ্তার হয়ে

শখের হাঁসটি ধরে নিয়ে গেলেন এনজিও কর্মীরা

৮ দফা দাবিতে রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা শিক্ষার্থীদের