হোম > সারা দেশ > বরগুনা

তালতলীতে নিখোঁজের ১৫ ঘণ্টা পর মিলল মরদেহ 

বরগুনা প্রতিনিধি

বরগুনার তালতলীতে নিখোঁজের ১৫ ঘণ্টা পর খাল থেকে বুদাই রাখাইনের (৪৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। বুদাই রাখাইন তালতলীর নমিশেপাড়ার বাসিন্দা নোচামাং রাখাইনের ছেলে। 

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বাড়ির পাশের খালে মাছ ধরতে যান বুদাই রাখাইন। এরপর আর বাড়িতে ফেরেননি। বিভিন্ন স্থানে খোঁজখবর নেওয়া হলে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।  

প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ সকাল ৭টার দিকে স্থানীয় ১০-১২ জন মিলে ওই খালে বুদাই রাখাইনকে খোঁজাখুঁজি শুরু করেন। ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর খাল থেকে মরদেহটি উদ্ধার করেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হয়। 

উদ্ধারকারীরা বলেন, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে কাঁকড়ার কামড়ের চিহ্ন রয়েছে।

এ ব্যাপারে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরিবারের অভিযোগ না থাকায় এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। 

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ