হোম > সারা দেশ > বরিশাল

শেবাচিম হাসপাতাল থেকে ভুয়া চিকিৎসক আটক

বরিশাল প্রতিনিধি

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে এক ভুয়া চিকিৎসককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আজ শনিবার দুপুরের দিকে হাসপাতালের দ্বিতীয় তলার শিশু মেডিসিন ওয়ার্ডের সামনে থেকে আটক করা হয় তাঁকে। 

আটক ভুয়া চিকিৎসক রাকিবুল ইসলাম নগরীর আমানতগঞ্জ কাজীর গোরস্থান এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে। তিনি ঝালকাঠি পৌর এলাকার পেট্রল পাম্প মোড় সংলগ্ন রাজের বাড়িতে বসবাস করেন। 

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মনিরুজ্জামান জানান, সকাল থেকে হাসপাতালের শিশু মেডিসিন ওয়ার্ডের সামনে অ্যাপ্রোন পরিহিত অবস্থায় ও গলায় স্টেথিসকোপ ঝুলিয়ে ঘুরতে ছিল রাকিব। তখন ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসকেরা পরিচয় জানতে চায়। রাকিব নিজেকে চিকিৎসক পরিচয় দেয়। তাঁকে ওয়ার্ডের চিকিৎসকদের কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদে নিজেকে ভুয়া চিকিৎসক হিসেবে স্বীকার করে। পরে তাঁকে পুলিশে দেওয়া  হয়েছে। 

বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তা ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আটক রাকিবের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তাঁর অন্য কোনো মতলব ছিল কি না সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ