হোম > সারা দেশ > পটুয়াখালী

বাউফলে সেতু নির্মাণে ধীরগতি, বেড়েছে জনদুর্ভোগ

পটুয়াখালী জেলার বাউফল উপজেলার পৌরশহরে গোলাবাড়ি-কালিশুরী সড়কের চন্দ্রপাড়া খালের ওপর আরসিসি গার্ডার সেতুর নির্মাণকাজ চলছে ধীরগতিতে। দেড় বছরেও সেতুটির কাজ শেষ না হওয়ায় জনসাধারণের দুর্ভোগ বেড়েছে। এ ছাড়া যানবাহন চলাচলে তৈরি হয়েছে প্রতিবন্ধকতা।

পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, বাউফল উপজেলার গোলাবাড়ি-কালিশুরীর ১৫.৮৯ কিলোমিটার সড়কে ছোট বড় মিলিয়ে ছয়টি সেতুর জন্য মোট ৫২ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়। মেসার্স মাহফুজ খান এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান এর নির্মাণকাজ পায়। এ সকল সেতুর নির্মাণকাজ ২০২০ সালের ডিসেম্বর মাসের মধ্যে শেষ করার কথা ছিল।

এর মধ্যে চন্দ্রপাড়া খালের ওপর ২৫ মিটার দৈর্ঘ্য একটি সেতুর জন্য ৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। সড়ক ও জনপথ বিভাগ আগের পুরোনো সেতুটিকে ভেঙে সেখানে একটি আরসিসি গার্ডার সেতু নির্মাণকাজ শুরু করেন। কিন্তু দীর্ঘ দেড় বছর পার হলেও সেতুটির নির্মাণকাজ শেষ না হওয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয়রা। এ ছাড়া বাইপাস সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। 

মদনপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা অভিযোগ করে বলেন, ‘এই সড়কে সেতু নির্মাণ ধীরগতিতে চলায় এলাকাবাসী দুর্ভোগের শিকার হচ্ছেন। এ ছাড়া পূর্বের সেতুর পুরোনো মালামালগুলো অযত্ন অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে।’

এ ব্যাপারে মেসার্স মাহফুজ খান এন্টারপ্রাইজের দায়িত্বপ্রাপ্ত উত্তম কুমার দাস বলেন, ‘সেতুর পাশের জমি নিয়ে স্থানীয়দের সঙ্গে সমস্যার তৈরি হওয়ায় কাজ শেষ করতে দেরি হচ্ছে। জমির সমস্যা সমাধান হলে দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করা হবে।' 

পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান বলেন, সেতুটির গার্ডার নির্মাণ সম্পন্ন হয়েছে, এখন আর বেশি সময় লাগবে না। জমি নিয়ে যে সমস্যা রয়েছে তা দ্রুত সময়ের মধ্যে সমাধান করে কাজ শেষ করা হবে। এ ছাড়া পূর্বের সেতুর পুরোনো মালামালগুলো সরিয়ে নেওয়ার জন্য উপজেলা প্রকৌশলীকে বলা হয়েছে। 

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা