হোম > সারা দেশ > বরিশাল

জামাইয়ের কিলঘুষিতে শ্বশুর নিহত, থানায় মামলা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে জামাই মাসুম বয়াতির (৩০) কিলঘুষিতে শ্বশুর হারুন মৃধা (৬০) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে নিহতের মরদেহ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সোমবার বিকেলে উপজেলার হোসনাবাদ খেয়াঘাটে এ ঘটনা ঘটে।

নিহত হারুন মৃধা মুলাদী উপজেলার সাহেবেরচর গ্রামের বিষাই মৃধার ছেলে। এ ঘটনায় গতকাল রাতে নিহতের ছেলে মিরাজ মৃধা বাদী হয়ে মাসুম বয়াতিকে প্রধান আসামিসহ অজ্ঞাত আরও ৩-৪ জনের নামে গৌরনদী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। 

জানা যায়, গত ৪ বছর আগে মুলাদী উপজেলার সাহেবেরচর গ্রামের সেকেন বয়াতির ছেলে মাসুম বয়াতির সঙ্গে নিহত হারুন মৃধার মেয়ে শান্তোপা খানমের (১৮) বিয়ে হয়। সম্প্রতি দাম্পত্য কলহের কারণে শান্তোপা তাঁর স্বামীকে তালাক দিয়ে বাবার বাড়িতে চলে যান। গতকাল বিকেলে স্বামী মাসুম বয়াতি তাঁর তালাকপ্রাপ্ত স্ত্রীকে আনতে শ্বশুর বাড়িতে যান। এ সময় শ্বশুর হারুন তাঁর মেয়েকে দিতে রাজি হননি। 

এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার হোসনাবাদ খেয়াঘাটে জামাইয়ের সঙ্গে শ্বশুরের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে জামাই শ্বশুরকে কিলঘুষি মারলে তাঁদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। ঘটনার আধা ঘণ্টা পর নিহত হারুন অসুস্থ হয়ে মারা যান। খবর পেয়ে শরিকল পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক ফোরকাল আহম্মেদ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন। আজ সকালে মরদেহের ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, হত্যার ঘটনায় নিহতের ছেলে মিরাজ মৃধা বাদী হয়ে মাসুম বয়াতিকে প্রধান আসামিসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের নামে মামলা দায়ের করেছেন। 

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা