হোম > সারা দেশ > বরগুনা

‘কিডনি রোগে’ বরগুনার সাবেক সংসদ সদস্য দেলোয়ার হোসেন মারা গেছেন

বরগুনা প্রতিনিধি

বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেন (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

দেলোয়ার হোসেনের মেয়ে ফারজানা সুমি মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, বাবা দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন। আজ সকালে তাঁর মৃত্যু হয়। 

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বরগুনা সার্কিট হাউস ময়দানে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বরগুনা গণকবরে দাফন করা হতে পারে। তাঁর গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের গাবতলী গ্রামে।

দেলোয়ার হোসেন সদ্য সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান। তিনি ২০০১ সালে বরগুনা-১ আসন থেকে সংসদ সদস্য (স্বতন্ত্র) নির্বাচিত হয়েছিলেন। 

এর আগে দেলোয়ার হোসেন ১৯৯৩ সালে বরগুনা সদরে আয়লা পাতাকাটা ইউনিয়নের চেয়ারম্যান ও ১৯৮৭ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। সর্বশেষ ২০১৭ সালে বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। 

তার মৃত্যুতে বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবীর, পৌর মেয়র মো. কামরুল আহসান মহারাজ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু শোক জানিয়েছেন। 

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম