হোম > সারা দেশ > বরগুনা

‘কিডনি রোগে’ বরগুনার সাবেক সংসদ সদস্য দেলোয়ার হোসেন মারা গেছেন

বরগুনা প্রতিনিধি

বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেন (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

দেলোয়ার হোসেনের মেয়ে ফারজানা সুমি মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, বাবা দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন। আজ সকালে তাঁর মৃত্যু হয়। 

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বরগুনা সার্কিট হাউস ময়দানে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বরগুনা গণকবরে দাফন করা হতে পারে। তাঁর গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের গাবতলী গ্রামে।

দেলোয়ার হোসেন সদ্য সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান। তিনি ২০০১ সালে বরগুনা-১ আসন থেকে সংসদ সদস্য (স্বতন্ত্র) নির্বাচিত হয়েছিলেন। 

এর আগে দেলোয়ার হোসেন ১৯৯৩ সালে বরগুনা সদরে আয়লা পাতাকাটা ইউনিয়নের চেয়ারম্যান ও ১৯৮৭ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। সর্বশেষ ২০১৭ সালে বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। 

তার মৃত্যুতে বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবীর, পৌর মেয়র মো. কামরুল আহসান মহারাজ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু শোক জানিয়েছেন। 

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা