হোম > সারা দেশ > বরিশাল

আগৈলঝাড়ায় গৃহবধূকে মারধরের অভিযোগ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা এক গৃহবধূকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী গৃহবধূ সুমি বেগম (৩৫) উপজেলার রত্নপুর ইউনিয়নের রত্নপুর গ্রামের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা বেল্লাল ব্যাপারীর স্ত্রী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সুমি বেগম বলেন, ‘সরকার আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আমাদের বসবাসের সুযোগ করে দিয়েছে। ওই আশ্রয়ণ প্রকল্পের সরকারি রাস্তার পাশে আমি কয়েকটি কলাগাছ লাগাই।’

সুমি বেগম আরও বলেন, ‘সেই কলাগাছ থেকে কয়েকটি কলা কেটে রান্নার জন্য বাড়ি নিয়ে গেলে জালাল সরদার, তাঁর ছেলে জুয়েল সরদার ও জুয়েলের স্ত্রী আইরিন বেগম আমাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় থানায় মামলা করব।’

তবে মারধরের অভিযোগ অস্বীকার করে জালাল সরদার বলেন, ‘সরকারি রাস্তার পাশে আমার লাগানো কলাগাছ থেকে কলা কেটে নেওয়ায় সুমি বেগমের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়েছে।’

এ ব্যাপারে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম বলেন, গৃহবধূকে মারধরের ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম