হোম > সারা দেশ > বরিশাল

আগৈলঝাড়ায় গৃহবধূকে মারধরের অভিযোগ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা এক গৃহবধূকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী গৃহবধূ সুমি বেগম (৩৫) উপজেলার রত্নপুর ইউনিয়নের রত্নপুর গ্রামের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা বেল্লাল ব্যাপারীর স্ত্রী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সুমি বেগম বলেন, ‘সরকার আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আমাদের বসবাসের সুযোগ করে দিয়েছে। ওই আশ্রয়ণ প্রকল্পের সরকারি রাস্তার পাশে আমি কয়েকটি কলাগাছ লাগাই।’

সুমি বেগম আরও বলেন, ‘সেই কলাগাছ থেকে কয়েকটি কলা কেটে রান্নার জন্য বাড়ি নিয়ে গেলে জালাল সরদার, তাঁর ছেলে জুয়েল সরদার ও জুয়েলের স্ত্রী আইরিন বেগম আমাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় থানায় মামলা করব।’

তবে মারধরের অভিযোগ অস্বীকার করে জালাল সরদার বলেন, ‘সরকারি রাস্তার পাশে আমার লাগানো কলাগাছ থেকে কলা কেটে নেওয়ায় সুমি বেগমের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়েছে।’

এ ব্যাপারে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম বলেন, গৃহবধূকে মারধরের ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫