নকল স্বর্ণ বন্ধক রেখে প্রতারণার অভিযোগে ভোলার বোরহানউদ্দিনে নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার ইলিশা ফেরিঘাট এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন চট্টগ্রাম জেলার পটিয়া থানার গোবিন্দখিল গ্রামের শারমিন আক্তার, কক্সবাজার থানার দক্ষিণ রুমানিয়া গ্রামের সুলতানা ইয়াসমিন ও পাবনা জেলার রনি মিয়া।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলার বাদল কৃষ্ণ নামে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছে নকল তামার সোনা বন্ধক রেখে ৫০ হাজার টাকা নিয়ে চলে যান গ্রেপ্তার ব্যক্তিরা। পরে স্বর্ণ ব্যবসায়ী বিষয়টি বুঝতে পেরে থানায় অভিযোগ দিলে পুলিশ প্রাইভেট কারে করে পালিয়ে যাওয়ার সময় ইলিশা ফেরিঘাট এলাকা থেকে তাঁদের আটক করে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার রাতে নকল স্বর্ণ বন্ধক রেখে ব্যবসায়ীর সঙ্গে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার প্রতারণা মামলায় তাঁদের আদালতে প্রেরণ করা হয়েছে।’