হোম > সারা দেশ > বরিশাল

নকল স্বর্ণ বন্ধক রেখে প্রতারণা, নারীসহ গ্রেপ্তার ৩

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

নকল স্বর্ণ বন্ধক রেখে প্রতারণার অভিযোগে ভোলার বোরহানউদ্দিনে নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার ইলিশা ফেরিঘাট এলাকা থেকে তাঁদের আটক করা হয়। 

গ্রেপ্তাররা হলেন চট্টগ্রাম জেলার পটিয়া থানার গোবিন্দখিল গ্রামের শারমিন আক্তার, কক্সবাজার থানার দক্ষিণ রুমানিয়া গ্রামের সুলতানা ইয়াসমিন ও পাবনা জেলার রনি মিয়া। 

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলার বাদল কৃষ্ণ নামে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছে নকল তামার সোনা বন্ধক রেখে ৫০ হাজার টাকা নিয়ে চলে যান গ্রেপ্তার ব্যক্তিরা। পরে স্বর্ণ ব্যবসায়ী বিষয়টি বুঝতে পেরে থানায় অভিযোগ দিলে পুলিশ প্রাইভেট কারে করে পালিয়ে যাওয়ার সময় ইলিশা ফেরিঘাট এলাকা থেকে তাঁদের আটক করে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। পুলিশ তাঁদের কাছ থেকে আট জোড়া তামার নকল সোনার গয়না, ৫২ হাজার টাকা ও একটি প্রাইভেট কার জব্দ করেছে। 

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার রাতে নকল স্বর্ণ বন্ধক রেখে ব্যবসায়ীর সঙ্গে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার প্রতারণা মামলায় তাঁদের আদালতে প্রেরণ করা হয়েছে।’

বিড়ি খাওয়া নিয়ে বক্তব্যে জামায়াতের ২ কোটি ভোট বেড়েছে: ড. ফয়জুল হক

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক