হোম > সারা দেশ > বরিশাল

নকল স্বর্ণ বন্ধক রেখে প্রতারণা, নারীসহ গ্রেপ্তার ৩

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

নকল স্বর্ণ বন্ধক রেখে প্রতারণার অভিযোগে ভোলার বোরহানউদ্দিনে নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার ইলিশা ফেরিঘাট এলাকা থেকে তাঁদের আটক করা হয়। 

গ্রেপ্তাররা হলেন চট্টগ্রাম জেলার পটিয়া থানার গোবিন্দখিল গ্রামের শারমিন আক্তার, কক্সবাজার থানার দক্ষিণ রুমানিয়া গ্রামের সুলতানা ইয়াসমিন ও পাবনা জেলার রনি মিয়া। 

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলার বাদল কৃষ্ণ নামে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছে নকল তামার সোনা বন্ধক রেখে ৫০ হাজার টাকা নিয়ে চলে যান গ্রেপ্তার ব্যক্তিরা। পরে স্বর্ণ ব্যবসায়ী বিষয়টি বুঝতে পেরে থানায় অভিযোগ দিলে পুলিশ প্রাইভেট কারে করে পালিয়ে যাওয়ার সময় ইলিশা ফেরিঘাট এলাকা থেকে তাঁদের আটক করে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। পুলিশ তাঁদের কাছ থেকে আট জোড়া তামার নকল সোনার গয়না, ৫২ হাজার টাকা ও একটি প্রাইভেট কার জব্দ করেছে। 

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার রাতে নকল স্বর্ণ বন্ধক রেখে ব্যবসায়ীর সঙ্গে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার প্রতারণা মামলায় তাঁদের আদালতে প্রেরণ করা হয়েছে।’

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার